TRENDING:

South 24 Parganas News : বড়দিনের ছুটিতে ঘুরে আসুন সাহেববাড়ি, হাতের কাছেই এই বড় খ্রিস্টমেলায়

Last Updated:

এবার বড়দিনের ছুটিতে দূরে কোথায় বেড়াতে যেতে পারছেন না। ঘুরে আসুন দক্ষিণ ২৪ পরগণার সাহেববাড়িতে। দেখে আসুন সাহেবদের গীর্জা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়দিঘি: এবার বড়দিনের ছুটিতে দূরে কোথাও বেড়াতে যেতে পারছেন না। ঘুরে আসুন সাহেববাড়িতে। আর অংশগ্রহণ করুন দক্ষিণ ২৪ পরগনার বড় খ্রিস্টমেলাতে। আপনার একটি সম্পূর্ণ দিন কেটে যাবে আনন্দে। সাহেববাড়িতে প্রতিবছর এই খ্রিস্টমেলা দেখতে হাজার হাজার মানুষ আসেন। এবছর প্রায় ৪ হাজার মানুষ সেখানে সমাগম হবে বলে মনে করা হচ্ছে। এই উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে সাহেববাড়ির গির্জা এবং সংলগ্ন এলাকা। ইতিমধ্যে মেলায় দোকান আসতে শুরু করে দিয়েছে।
advertisement

আরও পড়ুন Murshidabad News: জীবিত থেকেও সরকারি খাতায় 'মৃত' বৃদ্ধা! মেলে না কোন‌ও সাহায্য

শতাধিক বছরের পুরনো এই সাহেববাড়ির গির্জা ইংরেজ আমলে তৈরি। তখন এলাকায় থাকতেন সাহেবরা সেই থেকে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি। এখানে এসে আপনিও ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘণ্টা সহ আরও অনেক মনোরম জিনিস। পাবেন মেলার আনন্দ।

advertisement

এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ শে ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকবে এই গির্জা। এ নিয়ে সাহেববাড়ি গির্জার ফাদার স্যার পনিরসিলভম জানান ২৪ তারিখ রাত থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে গির্জায়।

advertisement

View More

আরও পড়ুন Murshidabad News: ব্রিজের উপর চলতে চলতেই হঠাৎ ভয়ানক অবস্থা! আতঙ্ক

সেদিন থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সে'দিন থেকেই মেলার সূচনা হয়ে যাবে। ৮ দিন ধরে চলবে এই মেলা। এ নিয়ে মেলা কমিটির সহ-সভাপতি খোকন ঘোষ জানান প্রচুর মানুষজন এখানে আসেন প্রতিবছর। দক্ষিণ ২৪ পরগণার বড় খ্রিস্টমেলা এটি। এবছর আশা করা যাচ্ছে মেলায় প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ এখানে আসবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : বড়দিনের ছুটিতে ঘুরে আসুন সাহেববাড়ি, হাতের কাছেই এই বড় খ্রিস্টমেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল