আরও পড়ুন Murshidabad News: জীবিত থেকেও সরকারি খাতায় 'মৃত' বৃদ্ধা! মেলে না কোনও সাহায্য
শতাধিক বছরের পুরনো এই সাহেববাড়ির গির্জা ইংরেজ আমলে তৈরি। তখন এলাকায় থাকতেন সাহেবরা সেই থেকে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি। এখানে এসে আপনিও ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘণ্টা সহ আরও অনেক মনোরম জিনিস। পাবেন মেলার আনন্দ।
advertisement
এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ শে ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকবে এই গির্জা। এ নিয়ে সাহেববাড়ি গির্জার ফাদার স্যার পনিরসিলভম জানান ২৪ তারিখ রাত থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে গির্জায়।
আরও পড়ুন Murshidabad News: ব্রিজের উপর চলতে চলতেই হঠাৎ ভয়ানক অবস্থা! আতঙ্ক
সেদিন থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সে'দিন থেকেই মেলার সূচনা হয়ে যাবে। ৮ দিন ধরে চলবে এই মেলা। এ নিয়ে মেলা কমিটির সহ-সভাপতি খোকন ঘোষ জানান প্রচুর মানুষজন এখানে আসেন প্রতিবছর। দক্ষিণ ২৪ পরগণার বড় খ্রিস্টমেলা এটি। এবছর আশা করা যাচ্ছে মেলায় প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ এখানে আসবেন।
নবাব মল্লিক