প্রাকৃতিক দুর্যোগের সাগরের সব ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। ব্লক প্রশাসনের নির্দেশে এই ফেরী পরিষেবা বন্ধ করা হয়েছিল। সাগরের বিভিন্ন জেটিঘাট থেকে ভুটভুটি ও লঞ্চে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার করেন। তবে খারাপ আবহাওয়া থাকার কারনে সেগুলি আপাতত বন্ধ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মাঝসমুদ্রে ডুবল ট্রলার, ১১ জন বাংলাদেশী মৎস্যজীবী উদ্ধার
খারাপ আবহাওয়ার জেরে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় কাকদ্বীপের লট নং আট ও কচুবেড়িয়ার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ভেসেল ঘাটে আটকে পড়ে যাত্রীরা। সমস্ত রাত তারা সেখানেই আটকে থাকে। রাতভর ধরে চলা টানা ভারী বৃষ্টিতে একাধিক নদীবাঁধের মাটি নরম হয়ে গিয়েছে। এরপর আরও জলস্তর বাড়লে ভাঙতে শুরু করবে দুর্বল বাঁধগুলি।
আরও পড়ুনঃ দুর্যোগে বিপর্যস্ত জেলার বিস্তীর্ণ এলাকা! বিদ্যুৎহীন সুন্দরবনের অনেক জায়গা
শনিবার বিকালের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে। তবে আপাতত সমস্ত ফেরী পরিষেবা বন্ধ থাকবে। এ নিয়ে ভেসেল ইনচার্জ অর্পণ দাস জানান সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে। মহাকুমা প্রশাসনের নির্দেশে ভেসেল পরিষেবাও বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে ভেসেল পরিষেবা চালু হবে কিনা তা চিন্তাভাবনা করা হবে।
Nawab Mallick





