South 24 Parganas: দুর্যোগে বিপর্যস্ত জেলার বিস্তীর্ণ এলাকা! বিদ‍্যুৎহীন সুন্দরবনের অনেক জায়গা

Last Updated:

দুর্যোগে বিপর্যস্ত সমগ্র দক্ষিণ ২৪ পরগণা। প্রবল ঝড়বৃষ্টিতে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ‍্যুৎএর খুঁটি উপড়ে যাওয়ায় বিদ‍্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

দুর্যোগে বিপর্যস্ত এলাকা
দুর্যোগে বিপর্যস্ত এলাকা
#ডায়মন্ডহারবার : দুর্যোগে বিপর্যস্ত সমগ্র দক্ষিণ ২৪ পরগণা। প্রবল ঝড়বৃষ্টিতে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ‍্যুৎ-এর খুঁটি উপড়ে যাওয়ায় বিদ‍্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ব‍্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। শুক্রবার তা চরম আকার নেয়। উপকূলীয় এলাকাগুলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। প্রবল ঝড়বৃষ্টিতে সুন্দরবনের একাধিক জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়ে। শনিবার ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টিতে মাটির নদীবাঁধ দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সাগরে এই সমস্ত দুর্বল নদীবাঁধ পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আবহাওয়া খারাপ থাকায় সুন্দরবনের সমস্ত অঞলে ফেরী পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে অসুবিধায় পড়েন স্থানীয়রা। সাগরে গভীর রাত পর্যন্ত ভেসেল ঘাটে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইছে।
advertisement
আরও পড়ুনঃ ধোসা থেকে কেল্লা কুলতলির কুড়ি কিলোমিটার রাস্তার বেহাল দশা!
রাতে ঝড়ের দাপটে জেলার একাধিক জায়গায় গাছের ডাল ভেঙেছে। বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে সুন্দরবনের একাধিক এলাকা। ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ায় এই বিদ‍্যুৎ বিভ্রাট ঘটেছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শনিবারও মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবনের মথুরাপুর ১ ও কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা সহ সবকটি ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ১৮ মৎস্যজীবী
পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মৎস‍্যজীবীদের জন‍্য আজও লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ফ্লাড শেল্টার ও সাইক্লোন সেন্টার খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুকনো খাবার ও ত্রিপল মজুত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দুর্যোগ মোকাবিলায় কড়া নজর রাখা হচ্ছে উপকূলীয় এলাকগুলিতে।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: দুর্যোগে বিপর্যস্ত জেলার বিস্তীর্ণ এলাকা! বিদ‍্যুৎহীন সুন্দরবনের অনেক জায়গা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement