South 24 Parganas: ধোসা থেকে কেল্লা কুলতলির কুড়ি কিলোমিটার রাস্তার বেহাল দশা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ও কুলতলী বিধানসভা এলাকার ধোসা থেকে কেল্লা পর্যন্ত প্রায় দীর্ঘ কুড়ি কিলোমিটার রাস্তা?
#কুলতলী : দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ও কুলতলী বিধানসভা এলাকার ধোসা থেকে কেল্লা পর্যন্ত প্রায় দীর্ঘ কুড়ি কিলোমিটার রাস্তা? বেহাল অবস্থা পথ চলিত মানুষ থেকে গাড়ির ড্রাইভার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরো রাস্তাটি খানাখন্দে ভর্তি বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বর্ষা শুরু হয়ে গেছে। যার কারণে আরো বেশি সমস্যায় করতে হচ্ছে সাধারণ মানুষদের একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে। খানা খন্দ জলে ভরে যাচ্ছে যার কারণে গর্তগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। এবং সেই গর্তে গাড়ি চাকা পড়ে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। স্থানীয় মানুষের যেটা অভিযোগ এই রাস্তা খারাপের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
কখনো অটো উল্টে আহত হচ্ছে আবার কখনো ইঞ্জিন ভ্যান পাল্টি হয়ে যাচ্ছে যার কারণে প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসনের কোনোরকম নজর নেই। এই রাস্তা শেষ ২০০৯ সালে রাস্তার কাজ হয়েছিল তারপরে আর সেভাবে এই রাস্তার কাজ হয়নি। ভোট গেছে ভোট এসেছে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এই রাস্তা যেমন ছিল ঠিক তেমনি আছে কোন রকম কাজ হয়নি রাস্তার যে ভয়ানক পরিস্থিতি হয়েছে তা তে গাড়ি চলা তো দূরের কথা মানুষ হেঁটে যেতে সমস্যার হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সাগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ১৮ মৎস্যজীবী
পাশাপাশি এই বিষয়ে কুলতলীর বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল তিনি জানান কুলতলির বিধানসভা বিশেষ করে কুলতলির ব্লকে অনেকগুলি রাস্তা বেহাল অবস্থায় আছে সেগুলি আমরা চিহ্নিত করে দপ্তরকে জানিয়ে চিঠি করা হয়েছে খুব তাড়াতাড়ি কাজ চালু হবে। পাশাপাশি ধোসা থেকে কেল্লা এই রাস্তাটি সেচ দফতরের মধ্যে আছে আমরা কথা বলেছি আধিকারিকরা এসে রাস্তা দেখে গিয়েছে রাস্তার কাজ তাড়াতাড়ি হবে বলে জানিয়েছেন কুলতলির বিধায়ক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের! অস্ত্র-সহ গ্রেফতার এক
তবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। কবে কাজ হবে জানি না তবে যত সম্ভব তাড়াতাড়ি ওই রাস্তার কাজ হলে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে।
Suman Saha
view commentsLocation :
First Published :
August 20, 2022 2:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: ধোসা থেকে কেল্লা কুলতলির কুড়ি কিলোমিটার রাস্তার বেহাল দশা!
