আরও পড়ুন: হাতে তরোয়াল মাথায় পাগড়ি, দেখাচ্ছে নানা কারসাজি! আজকের প্রজন্ম ভুলতে বসেছে এই খেলনা
সাধারণত বংশ পরম্পরায় পুতুল নাচের শিল্পীরা এর সঙ্গে জড়িয়ে থাকেন। দাদু-বাবার সেই ঐতিহ্য আজ বেঁচে আছে নাতনি সরস্বতী মণ্ডলের হাত ধরে। আজও জেলা, রাজ্য ও বিদেশের মাটিতে এই পুতুল নাচকে বাঁচিয়ে রেখেছে তিনি। পুতুল নাচের সেই জনপ্রিয়তা আজ আর নেই কিন্তু হাল ছাড়তে নারাজ শিল্পী।
advertisement
পুতুল নাচ সাধারণত তিন-চার ধরনের দেখা যেত। কখনও তারের পুতুল আবার কখনও লাঠি পুতুল। কিছু ক্ষেত্রে ছায়া বা বেনি পুতুলের নাচও দেখা যেত। তবে বেশিরভাগ ক্ষেত্রে লাঠি পুতুলের নাচই দেখতে পাওয়া যেত। এই পুতুল নাচ বিলেতে আবার পাপেট থিয়েটার নামে বিখ্যাত ছিল। তবে স্রোতের বিপরীতে গিয়ে বংশ-পরম্পরা এই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 9:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এরাই বংশপরম্পরায় বাঁচিয়ে রেখেছে হারিয়ে যেতে বসা পুতুল নাচকে




