2026 Madhyamik Exam Routine: এগিয়ে এল মাধ্যমিক, প্রকাশিত ২০২৬-এর সূচি, কবে থেকে শুরু পরীক্ষা? পড়ুন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
West Bengal Madhyamik Exam date 2026: প্রকাশিত হল ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি
কলকাতা: প্রকাশিত হল ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট অর্থাৎ ১০টা ৪৫ থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। ১১টা থেকে শুরু মূল পরীক্ষা। পরীক্ষা চলবে ৩ ঘণ্টা।
২ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা
৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা
advertisement
৬ ফেব্রুয়ারি ইতিহাস
৭ ফেব্রুয়ারি ভূগোল
৯ ফেব্রুয়ারি গণিত
১০ ফেব্রুয়ারি যৌতবিজ্ঞান
১১ ফেব্রুয়ারি জীববিজ্ঞান
১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়
মিউজিক ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল পরীক্ষা নেওয়া হবে দু’ঘণ্টা ১৫ মিনিট ধরে। এই বিষয়ে থিয়োরি এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে কলকাতায়। পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর থিয়োরি পরীক্ষা হবে দু’ঘন্টা ৪৫ মিনিট ধরে। এই বিষয়ে স্কুলগুলিই প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করবে। ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ১ ঘন্টা ৪৫ মিনিটের।
advertisement
আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। চলতি বছর পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 5:39 PM IST










