Canning Hospital: ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে আবর্জনার পাহাড়! দূষণ-দুর্গন্ধে টেঁকা দায়, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে চাপান উতোর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Canning Hospital: বারে বারে একই ঘটনার পুনরাবৃত্তি ক্যানিং মহকুমা হাসপাতালে। জমছে আবর্জনার পাহাড়। ছড়াচ্ছে দূষণ ও দুর্গন্ধ। রোগী ও তাদের পরিজনরা সমস্যায় পড়েছেন। বর্জ্য সরানোর দায়িত্ব আসলে কার তা নিয়ে শুরু হয়েছে চাপান উতোর।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: বারে বারে একই ঘটনার পুনরাবৃত্তি ক্যানিং মহকুমা হাসপাতালে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক মতো না হওয়ায় বর্জ্যের পাহাড় জমছে হাসপাতাল চত্বরে। ফলে সেই নোংরা আবর্জনা থেকে হাসপাতাল চত্বরেই ছড়াচ্ছে দূষণ ও দুর্গন্ধ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিজনরা সমস্যায় পড়েছেন। এই বর্জ্য সরানোর দায়িত্ব আসলে কার তা নিয়ে শুরু হয়েছে চাপান উতোর।
গত ২৮ নভেম্বর শেষবার ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে বর্জ্য সরানো হয়েছিল। কিন্তু তারপর থেকে প্রায় দু’মাস কেটে গেলেও হাসপাতালের নোংরা, আবর্জনা সরানো হচ্ছে না বলে অভিযোগ। এদিকে সেসব জমে জমে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুনঃ নিঃসঙ্গ বয়স্ক নাগরিকদের আর চিন্তা নেই! যেকোনও বিপদে ছুটে আসবে জেলা পুলিশ, চালু হল ‘প্রণাম’ কর্মসূচি, জানুন বিস্তারিত
ক্যানিং হাসপাতালের মাতৃমা বিভাগের অন্তর্গত শিশুদের আউটডোরের পাশেই একদিকে যেমন জমছে আবর্জনার স্তূপ, তেমনই হাসপাতালের মূল ভবনের পিছনে রোগীদের রান্না ঘরের পাশেও জমছে আরও একটি আবর্জনার স্তূপ। দিনের পর দিন এই আবর্জনা পরিষ্কার না হওয়ায় সেখান থেকে দূষণ ছড়াচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাজ থেকে আর বাড়ি ফেরা হল না! হাবরায় দ্রুতগতির বাইকের ধাক্কায় রাস্তায় বলি বৃদ্ধ, হাপুস নয়নে কান্না পরিবারের
রক্ত মাখা গজ, সিরিঞ্জ, ব্যান্ডেজ-সহ হাসপাতালের অন্যান্য আবর্জনা টেনে হিঁচড়ে ছড়াচ্ছে কুকুর, ছাগল, গরুরা। মশা, মাছি, কাক, পক্ষীর মাধ্যমেও দূষণ ছড়াচ্ছে চারিদিকে। রোগী পরিজনরা চাইছেন, দ্রত যেন হাসপাতাল চত্বর পরিষ্কার করা হয়।
advertisement
সুপার জানাচ্ছেন, স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টা জানানো হয়েছে। পঞ্চায়েতের তরফে উদ্যোগ নিয়ে হাসপাতাল চত্বরের আবর্জনা পরিষ্কার করা হোক।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 25, 2026 11:29 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Canning Hospital: ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে আবর্জনার পাহাড়! দূষণ-দুর্গন্ধে টেঁকা দায়, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে চাপান উতোর









