advertisement

Alipurduar News: নিঃসঙ্গ বয়স্ক নাগরিকদের আর চিন্তা নেই! যেকোনও বিপদে ছুটে আসবে জেলা পুলিশ, চালু হল 'প্রণাম' কর্মসূচি, জানুন বিস্তারিত

Last Updated:

Alipurduar News: বয়স্ক নাগরিকদের সাহায্য করতে 'প্রণাম' কর্মসূচি শুরু করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। এখন থেকে প্রবীণদের নিরাপত্তা দেবে পুলিশ। প্রাথমিকভাবে ৫০ জন প্রবীণ নাগরিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

আলিপুরদুয়ার জেলা পুলিশের প্রণাম কর্মসূচি
আলিপুরদুয়ার জেলা পুলিশের প্রণাম কর্মসূচি
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: প্রবীণদের সাহায্যে এগিয়ে এল পুলিশ। এখন থেকে প্রবীণদের নিরাপত্তা দেবে পুলিশ। বয়স্ক নাগরিকদের সাহায্য করতে ‘প্রণাম’ কর্মসূচি শুরু করল জেলা পুলিশ। শনিবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের পাশে পুলিশ ক্লাব থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত।
এদিন ৫০ জন প্রবীণ নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রত্যেক প্রবীণ নাগরিকদের এদিন মঞ্চে তুলে পরিচয় পত্র দেওয়া হয়েছে। সেই পরিচয় পত্রে পুলিশ ও থানার নম্বর রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন প্রবীণ নাগরিকদের যে কোন রকম সাহায্য করবে পুলিশ। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই সব প্রবীণ নাগরিকদের বাড়ি গিয়ে তাদের খোঁজও নেবে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কাজ থেকে আর বাড়ি ফেরা হল না! হাবরায় দ্রুতগতির বাইকের ধাক্কায় রাস্তায় বলি বৃদ্ধ, হাপুস নয়নে কান্না পরিবারের
এদিন পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত জানান, ‘প্রবীণদের সাহায্য করতে পুলিশ এগিয়ে এসেছে। অনেক প্রবীণ মানুষ বাড়িতে একা থাকেন। আবার অনেকে রাস্তায় বেরিয়েও নানান সমস্যায় পড়েন। সেই কারণে এই কর্মসূচী চালু করা হল। প্রাথমিকভাবে আলিপুরদুয়ার শহরের ৫০ জন প্রবীণ নাগরিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ধীরে ধীরে জেলা জুড়ে প্রবীণদের এই কর্মসূচির আওতায় আনা হবে। আমরা প্রবীণদের সবরকম সহযোগিতা করব। বাড়িতে গিয়ে প্রবীণদের খোঁজ নেব আমরা।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ার গৃহবধূদের হাতের কামাল! ৩৫ ফুটের টুসু চৌডল গড়ে নজির স্থাপন, নারীর সৃজনশীলতায় লোকসংস্কৃতি সংরক্ষণে নতুন দিশা
এদিন এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষাও হয়। এছাড়াও প্রবীণ নাগরিকদের কম্বল দান করা হয়েছে।
এক বৃদ্ধা সুধা রায় বলেন, ‘অত্যন্ত ভাল কাজ হয়েছে। আমরা এখন পুলিশি নিরাপত্তায় থাকব। প্রয়োজনে পুলিশকে ফোন করতে পারব। পুলিশও আমাদের খোঁজ রাখবে। পুলিশের পক্ষ থেকে আমাদের পরিচয় পত্র দেওয়া হয়েছে।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: নিঃসঙ্গ বয়স্ক নাগরিকদের আর চিন্তা নেই! যেকোনও বিপদে ছুটে আসবে জেলা পুলিশ, চালু হল 'প্রণাম' কর্মসূচি, জানুন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
  • ধীরে ধীরে এবার রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

  • বেলা বাড়লেই ঠান্ডা উধাও !

  • রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement