গত ২৮ নভেম্বর শেষবার ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে বর্জ্য সরানো হয়েছিল। কিন্তু তারপর থেকে প্রায় দু’মাস কেটে গেলেও হাসপাতালের নোংরা, আবর্জনা সরানো হচ্ছে না বলে অভিযোগ। এদিকে সেসব জমে জমে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে ইতিমধ্যেই।
advertisement
ক্যানিং হাসপাতালের মাতৃমা বিভাগের অন্তর্গত শিশুদের আউটডোরের পাশেই একদিকে যেমন জমছে আবর্জনার স্তূপ, তেমনই হাসপাতালের মূল ভবনের পিছনে রোগীদের রান্না ঘরের পাশেও জমছে আরও একটি আবর্জনার স্তূপ। দিনের পর দিন এই আবর্জনা পরিষ্কার না হওয়ায় সেখান থেকে দূষণ ছড়াচ্ছে।
রক্ত মাখা গজ, সিরিঞ্জ, ব্যান্ডেজ-সহ হাসপাতালের অন্যান্য আবর্জনা টেনে হিঁচড়ে ছড়াচ্ছে কুকুর, ছাগল, গরুরা। মশা, মাছি, কাক, পক্ষীর মাধ্যমেও দূষণ ছড়াচ্ছে চারিদিকে। রোগী পরিজনরা চাইছেন, দ্রত যেন হাসপাতাল চত্বর পরিষ্কার করা হয়।
সুপার জানাচ্ছেন, স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টা জানানো হয়েছে। পঞ্চায়েতের তরফে উদ্যোগ নিয়ে হাসপাতাল চত্বরের আবর্জনা পরিষ্কার করা হোক।
