Biryani: ৫০ টাকার পর এবার ৪০ টাকার বিরিয়ানি! সঙ্গে কোল্ড ড্রিংকস ফ্রি দিচ্ছে এই দোকান, কবে থেকে? জানুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
৫০ টাকার পর আসছে ৪০ টাকার বিরিয়ানি। এই ঘোষণাতেই কাশীনগরে সাধারণ মানুষজনের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। বিরিয়ানি কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ৫০ টাকার পর আসছে ৪০ টাকার বিরিয়ানি। এই ঘোষণাতেই কাশীনগরে সাধারণ মানুষজনের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। বিরিয়ানি কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই।
ইতিমধ্যে মাত্র ৫০ টাকায় বিরিয়ানি দিয়ে সাড়া ফেলে দিয়েছে কৃষ মোমো সেন্টার। এই রেস্টুরেন্টের মালিক কৃষ্ণ হালদার জানিয়েছেন সমস্ত ধরণের মানুষের কাছে বিরিয়ানির স্বাদ পৌঁছে দিতে এই আয়োজন। এক সপ্তাহের মধ্যে ৪০ টাকার বিরিয়ানির প্যাকেজ আনতে চলেছেন তিনি।
এখানে বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিংকস ফ্রি দেওয়া হচ্ছে। বিরিয়ানি ছাড়াও অন্য ফুড আইটেম রয়েছে সুলভ মূল্যে। কাশীনগর খাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে এই বিরিয়ানি মিলছে। এই খবর শুনেই দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুন: বাদুড়দের ব্লাড টেস্ট! আলিপুর চিড়িয়াখানা থেকে ধরার অনুমতি…নিপা আতঙ্কে রক্ত নিয়ে হল RT-PCR
মাত্র ৫০ টাকায় বিরিয়ানি, এই ছোট্ট শব্দটি মন ভাল করে দিচ্ছে সকলের।বিরিয়ানি মানেই এক প্লেট ভাললাগা, অবর্ননীয় স্বর্গীয় স্বাদ! বিগত এক দশকে দেশের প্রায় সর্বত্র হু হু করে বেড়েছে বিরিয়ানির চাহিদা। যে কোনও টুকটাক থেকে এলাহি দাওয়াতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই বিরিয়ানি।
advertisement
সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, আজ তাদের কথা ভেবে এমন একটা ঠেকের খবর দেব, যেখানে মাত্র ৫০ টাকায় চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন। আর এই ৫০ টাকায় বিরিয়ানির রসদ পাওয়া যাচ্ছে রায়দিঘির কাশীনগরে খাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে।
আরও পড়ুন: বছর পেরিয়েও বাজার কাঁপাচ্ছে ‘অপারেশন সিঁদুর’, অপেশাদার হাতের এই মণ্ডপ দেখলে চমকে যাবেন!
মাত্র ৫০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি। সঙ্গে রয়েছে আলু, কাঁচালঙ্কা। বসে খাবার অথবা পার্সেল, দুই ব্যবস্থা রয়েছে। ছোট থেকে বড় প্রায় সকলের খাদ্য তালিকায় বিরিয়ানি বেশ পছন্দের। বিরিয়ানির প্রতি সকলের এত টান দেখে দোকানের মালিক এবার ৪০ টাকাতে বিরিয়ানি আনার পরিকল্পনা করেছেন।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 24, 2026 3:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Biryani: ৫০ টাকার পর এবার ৪০ টাকার বিরিয়ানি! সঙ্গে কোল্ড ড্রিংকস ফ্রি দিচ্ছে এই দোকান, কবে থেকে? জানুন










