South 24 Parganas News: মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল পুলিশ! দাউ দাউ করে জ্বলছে ট্রাক, জীবন বাজি রেখে চালককে উদ্ধার উস্থিতে

Last Updated:

South 24 Parganas News: উস্থিতে ট্রাকে আগুন লাগার পর চালককে উদ্ধার করল পুলিশ। রোমহর্ষক এই ঘটনায় পুলিশকে বাহবা দিচ্ছেন সকলে। চালক এখন অক্ষত অবস্থায় রয়েছেন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

লরিতে আগুন
লরিতে আগুন
উস্থি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: উস্থিতে ট্রাকে আগুন লাগার পর চালককে উদ্ধার করল পুলিশ। রোমহর্ষক এই ঘটনায় পুলিশকে বাহবা দিচ্ছেন সকলে। চালক এখন অক্ষত অবস্থায় রয়েছেন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
পুলিশ সূত্রে খবর, মুরগির খাবার নিয়ে যাওয়ার সময় উস্থি এসবিআই তিনমাথা মোড়ের কাছে একটি ট্রাক হঠাৎ উল্টে যায়। চালক নিয়ন্ত্রণ হারানোয় এই ঘটনা ঘটে। কিন্তু তারপরেই হঠাৎ ওই ট্রাকে আগুন লেগে যায়। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান সকলেই।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উস্থি থানার পুলিশ। এদিকে চালক ট্রাকের মধ্যেই আটকে পড়েন। দ্রুত ট্রাকের সামনের অংশ ভেঙে চালককে উদ্ধার করে পুলিশ। পুলিশের এই কাজে সকলেই প্রশংসা করছেন। দ্রুত ওই ড্রাইভারকে না বের করা হলে বড় ঘটনা ঘটে যেতে পারত। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ান গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ড্রাইভারকে উদ্ধার করার পর তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। তবে তার তেমন আঘাত লাগেনি। গোটা ঘটনাটি কেন ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন দ্রুত কীভাবে লাগল তাও দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, গাড়িটি উলটে যাওয়ার ফলে গাড়ি থেকে তেল পড়েছিল সেখান থেকেই এই আগুন লাগে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল পুলিশ! দাউ দাউ করে জ্বলছে ট্রাক, জীবন বাজি রেখে চালককে উদ্ধার উস্থিতে