South 24 Parganas News: বাড়ির সামনেই ওত পেতে ছিল মৃত্যু! অটোর ধাক্কায় শেষ তরতাজা প্রাণ, কান্নায় ভেঙে পড়ল পরিবার
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ হয়ে পড়েছে জীবনতলার সরবেড়িয়া এলাকা। মৃত যুবকের নাম রক্তিম মণ্ডল (২২)।
দক্ষিণ ২৪ পরগনা, জীবনতলা, সুমন সাহা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ হয়ে পড়েছে জীবনতলার সরবেড়িয়া এলাকা। মৃত যুবকের নাম রক্তিম মণ্ডল (২২)।
জানা গিয়েছে, সরবেড়িয়া বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই একটি অটো ধাক্কা মারলে গুরুতর আহত হন রক্তিম। স্থানীয় সূত্রে জানা যায়, আচমকাই দ্রুতগতির একটি অটো রক্তিমকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। ঘটনার পরপরই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রক্তিমকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
হাসপাতাল থেকে মৃত্যুর খবর পৌঁছতেই ভেঙে পড়ে পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা-সহ পরিবারের সকল সদস্য। পরিবারের আর্তনাদে এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়। প্রতিবেশীরাও এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না। ঘটনার খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দুর্ঘটনায় জড়িত অটোটি উদ্ধার করলেও চালককে আটক বা গ্রেফতার করা যায়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরই অটোচালক অটোটি ফেলে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, পলাতক অটোচালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ফের একবার এলাকায় বেপরোয়া অটো চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীর গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 24, 2026 2:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বাড়ির সামনেই ওত পেতে ছিল মৃত্যু! অটোর ধাক্কায় শেষ তরতাজা প্রাণ, কান্নায় ভেঙে পড়ল পরিবার










