advertisement

Howrah News: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি, মর্মান্তিক পরিণতি চালকের! আহত ৩

Last Updated:
Howrah News: খেলনা গাড়ির মতো পড়ে রয়েছে প্রাইভেট কার, ভয়ংকর দুর্ঘটনা মৃত্যু চালকের, রাতের অন্ধকারে ভয়ংকর দুর্ঘটনা হাওড়া'র রানীহাটি-আমতা রাজ্য সড়কে
1/5
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে প্রাইভেট কার, মৃত এক, আহত একাধিক। হাওড়ার রানিহাটি-আমতা রাজ্য সড়কে। সড়ক থেকে ছিটকে প্রাইভেট কার, দুর্ঘটনাটি ঘটে আমতা ১০ নং পোল সংলগ্ন স্থানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে প্রাইভেট কার, মৃত এক, আহত একাধিক। হাওড়ার রানিহাটি-আমতা রাজ্য সড়কে। সড়ক থেকে ছিটকে প্রাইভেট কার, দুর্ঘটনাটি ঘটে আমতা ১০ নং পোল সংলগ্ন স্থানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
advertisement
2/5
নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়ক থেকে নয়ানজুলিতে। গভীর রাতে দুর্ঘটনা ঘটে বলেই জানা যায়। সকালে স্থানীয় ও পথ চলতি মানুষ দেখেন, গাড়িটি সম্পূর্ণ উল্টে রয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে যানটি সড়ক থেকে নয়ানজুলিতে। গভীর রাতে দুর্ঘটনা ঘটে বলেই জানা যায়। সকালে স্থানীয় ও পথ চলতি মানুষ দেখেন, গাড়িটি সম্পূর্ণ উল্টে রয়েছে।
advertisement
3/5
শুক্রবার বাঙালির সরস্বতী পুজো একই সঙ্গে এদিন ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। মানুষ উৎসবের মেজাজে সারাদিন চরম ব্যস্ততা, এর মধ্যেই গভীর রাতে আমতায় মর্মান্তিক দুর্ঘটনা।
শুক্রবার বাঙালির সরস্বতী পুজো একই সঙ্গে এদিন ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। মানুষ উৎসবের মেজাজে সারাদিন চরম ব্যস্ততা, এর মধ্যেই গভীর রাতে আমতায় মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
4/5
শনিবার সকালে হাওড়া-আমতা রাজ্য সড়কের পার্শ্ববর্তী নয়ানজুলিতে দেখা যায়, একটি প্রাইভেট কার সম্পূর্ণরূপে উল্টে রয়েছে। কালো রংয়ের গাড়িটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে, গাড়িতে চালক-সহ মোট চার জন যাত্রী ছিল বলে জানা যায়।
শনিবার সকালে হাওড়া-আমতা রাজ্য সড়কের পার্শ্ববর্তী নয়ানজুলিতে দেখা যায়, একটি প্রাইভেট কার সম্পূর্ণরূপে উল্টে রয়েছে। কালো রংয়ের গাড়িটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে, গাড়িতে চালক-সহ মোট চার জন যাত্রী ছিল বলে জানা যায়।
advertisement
5/5
শনিবার রাত ১-১.৩০ নাগাদ আমতা দিক থেকে রাণীহাটি যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত গাড়ির চালক। জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি হাওড়া ইছাপুর। নাম কৌশিক দোলুই। ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
শনিবার রাত ১-১.৩০ নাগাদ আমতা দিক থেকে রাণীহাটি যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত গাড়ির চালক। জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি হাওড়া ইছাপুর। নাম কৌশিক দোলুই। ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement