TRENDING:

South 24 Parganas News: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড় দৌড়ের দেখা মিলল জয়নগরে

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রাজাপুর করাবেগ পঞ্চায়েতের হলদিয়া গ্রামে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: একসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ছিল ঘোড় দৌড় বা ঘোড়া দৌড়। যদিও ধীরে ধীরে আরও অনেক ঐতিহ্যের মতোই এটাও প্রায় হারিয়ে গিয়েছে। এখন আর সাধারণ মানুষের বাড়িতে ঘোড়াই দেখা যায় না তো ঘোড় দৌড় হবে আর কোথা থেকে! তবে ইচ্ছে থাকলে কী না হয়। আর তাই এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল জয়নগরে।
advertisement

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রাজাপুর করাবেগ পঞ্চায়েতের হলদিয়া গ্রামে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়। তবে এটা নতুন ঘটনা নয়। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখতে প্রতিবছরই আয়োজকরা এই প্রতিযোগিতা আয়োজন করে আসছেন। তবে এখানে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে লড়াইয়ের থেকে ঘোড় দৌড়ের আমেজটাই সবচেয়ে বেশি উপভোগ করতে দেখা যায়।

advertisement

আরও পড়ুন: আবহাওয়ার পরিবর্তন ও খরচের ধাক্কায় সঙ্কটে মধু চাষিরা

এই বছরের ঘর দৌড় প্রতিযোগিতায় ২০ টি ঘোড়া অংশগ্রহণ করেছিল। তা উপভোগ করতে আশেপাশের গ্রাম থেকে কয়েক হাজার দর্শক ভিড় করেছিলেন প্রতিযোগিতা স্থলে। বাইরে থেকেও অনেকে এসেছিলেন। ঘোড় দৌড় দেখতে আসা এক দর্শক বলেন, আগে বিভিন্ন জায়গায় এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখা ‌যেত। কিন্তু এখন সেভাবে আর কোথাওই প্রায় হয় না। তবে এই এলাকায় এখনও বিষয়টি টিকে আছে, যা অত্যন্ত গর্বের।

advertisement

View More

আয়োজকদের তরফ থেকে জানানো হয়, তিন রাউন্ডে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয়। বাকি অংশগ্রহণকারীদেরও সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড় দৌড়ের দেখা মিলল জয়নগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল