Hooghly News: আবহাওয়ার পরিবর্তন ও খরচের ধাক্কায় সঙ্কটে মধু চাষিরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
আরামবাগের কেশবপুর এলাকায় মধু সংগ্রহের জন্য মালদহর কালিয়াচক থেকে এসেছেন বেশ কিছু মৌ পালক। কিন্তু তিলের এই মরসুমে তাঁদের খরচের তুলনায় মধু সংগ্রহের পরিমাণ খুবই কম।
হুগলি: জেলায় জেলায় ঘুরে মধু সংগ্রহ করেন মৌ পালক বা মহুলরা। কিন্তু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে মধুর উৎপাদনও ক্রমশই কমছে। গত কয়েক বছর ধরেই বিষয়টির লক্ষ্য করা গিয়েছে। তবে এর পিছনে শুধু প্রতিকূল আবহাওয়া নয়, মধু চাষিদের অভিযোগ মহাজনদের শোষণ তাঁদের আর্থিক পরিকাঠামো ভেঙে তছনছ করে দিয়েছে। তবুও অভাবের সংসারে দু’বেলা দু’মুঠো খাবার যোগানের জন্য বছরের বেশিরভাগ সময়ই তাঁরা মৌচাক ও মধুর সন্ধানে ঘুরে বেড়ান এই জেলা থেকে ও জেলা। আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেও তাঁরা প্রতিবছর হাজির হন। কিন্তু এবার এই এলাকায় মধুর উৎপাদন একেবারে তলানিতে এসে ঠেকেছে। ফলে সঙ্কটে পড়েছেন মধু চাষিরা।
আরামবাগের কেশবপুর এলাকায় মধু সংগ্রহের জন্য মালদহর কালিয়াচক থেকে এসেছেন বেশ কিছু মৌ পালক। কিন্তু তিলের এই মরসুমে তাঁদের খরচের তুলনায় মধু সংগ্রহের পরিমাণ খুবই কম। ফলে গোটা বছর কীভাবে চলবে সেই চিন্তায় ঘুম ওড়ার জোগাড় তাঁদের। কীভাবে এই পরিস্থিতির বদল ঘটবে তাও ভেবে পাচ্ছেন না।
advertisement
advertisement
মৌ পালকরা জানান, আবহাওয়ার কারণে মধু উৎপাদন অনেকটা কমে গিয়েছে। এদিকে মূল্য বৃদ্ধির জন্য মধু সংগ্রহের খরচও ব্যাপকভাবে বেড়েছে। ফলে যা মধু সংগ্রহ হচ্ছে তা বেচে খরচে উঠছে না।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 1:48 PM IST