পৌরসভার উদ্যোগে মূলত এই বাঘটি বসানো হয়েছে। তার কারণ সুন্দরবনের ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সেজন্য এই বাঘকে তাঁরা গুরুত্ব দিয়েছেন। এরকম সৌন্দার্যায়নের কাজ চলবে তিনি জানিয়েছেন। ডায়মন্ডহারবার স্টেশন বাজারে বসা ঘড়ি নিয়ে ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান ডায়মন্ডহারবারে একটি বড়ো ঘড়ি তৈরী করা হয়েছে সৌন্দর্যায়নের জন্য এছাড়া পরবর্তীকালে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ডহারবার পৌরসভার প্রবেশ এবং বাহিরের পথে করা হবে ওয়েলকাম গেট।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনা এড়াতে প্রশাসনের উদ্যোগে সরানো হল রাস্তার উপর থাকা ইমারতি দ্রব্য
পৌর এলাকার মধ্যে যা যা উন্নয়ন করার তা তাঁরা করবেন।ডায়মন্ডহারবারে এই সমস্ত স্থাপত্যকর্ম গুলি স্থাপিত হওয়ায় খুশি ডায়মন্ডহারবারবাসী। ভবিষ্যৎ এ ডায়মন্ডহারবারকে আরও উন্নত দেখতে চান তাঁরা।
আরও পড়ুনঃ গৌড়দহতে মহাসমারোহে পালন করা হল লোকনাথ বাবার ১৩২তম তিরোধান দিবস
তাঁদের সেই সপ্ন পূরণ করতে পথে নেমেছে ডায়মন্ডহারবার পৌরসভা। ভবিষ্যতে তাঁরাও চান ডায়মন্ডহারবার পৌরসভাকে আরও একটি উন্নত জায়গায় নিয়ে যেতে। আর সেই লক্ষেই কাজ করে যাচ্ছেন তাঁরা।
Nawab Mallick