সূত্রের খবর, ওই নাবালিকা নিখোঁজ হওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই পুলিশ জানায় ইন্দ্রনারায়ণপুরের বছর ষোলোর এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করেছে ঢোলাহাট থানার পুলিশ। তাকে সাগরের বঙ্কিমনগর থেকে উদ্ধার করা হয়েছে।
ওই নাবালিকাকে উদ্ধারের পর তাকে দিগম্বরপুরপুরের একটি হোমে পাঠান হয়েছে। নাবালিকাকে উদ্ধারের পর তার জবানবন্দি নেওয়ার জন্য কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠায় ঢোলাহাট থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে উদ্ধার বিপুল তাজা বোমা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুরের বাসিন্দা বছর ষোলোর এক নাবালিকা গত বছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখ নিখোঁজ হয়ে যায়।
পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পায়নি। পরদিন ঢোলাহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। সম্প্রতি পুলিশ জানতে পারে ওই নিখোঁজ নাবালিকা সাগরের বঙ্কিমনগরে এক ব্যক্তির বাড়িতে আছে। এরপর সাগর থানার পুলিশের সাহায্য নিয়ে ঢোলাহাট থানার পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে। পারিবারিক অশান্তির জেরে ওই নাবালিকা বাড়ি ছেড়েছিল বলে জানতে পেরেছেপ পুলিশ। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নবাব মল্লিক