Patharpratima: সাংঘাতিক দৃশ্য! গঞ্জের বাজারে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে গাড়ি গড়িয়ে পড়ল জমিতে, গুরুতর জখম ৩

Last Updated:

Patharpratima: পাথরপ্রতিমার গঞ্জের বাজারে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩ জন। জানা যাচ্ছে, ঢোলাহাটের মিলন মোড়ের দিক থেকে রামগঙ্গা রোড ধরে চার চাকার গাড়িটি অত্যধিক গতিতে পাথরপ্রতিমার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা স্কুটিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি।

স্কুটির সঙ্গে সংঘর্ষের পর উল্টে রয়েছে গাড়ি
স্কুটির সঙ্গে সংঘর্ষের পর উল্টে রয়েছে গাড়ি
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঞ্জের বাজারে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা থেকে গাড়ি পড়ল পাশের কৃষিজমিতে। জানা গিয়েছে, গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি স্কুটির। ঘটনায় গুরুতর আহত ৩ জন।
স্কুটি চালক ও চারচাকা গাড়ির মধ্যে থাকা ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে স্কুটি চালকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুনঃ আলোর উৎসবের মাঝে নিভল জীবনের বাতি! প্রাণ হারালেন এনভিএফ কর্মী, বন্ধ বোরো থানার দীপাবলি অনুষ্ঠান
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের মিলন মোড়ের দিক থেকে রামগঙ্গা রোড ধরে চার চাকার গাড়িটি অত্যধিক গতিতে পাথরপ্রতিমার দিকে যাচ্ছিল। গাড়ির মধ্যে ৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
advertisement
advertisement
যদিও তাদের দাবি, হঠাৎ করে গঞ্জের বাজার আদর্শ বিদ্যালয় সংলগ্ন গ্রামের রাস্তা থেকে একটি স্কুটি রাস্তার উপরে উঠে আসে। এরপরই চার চাকার চালক সজোরে স্কুটিতে ধাক্কা মারে। পরে গাড়িটি উল্টে যায় পাশের কৃষিজমিতে। এই ঘটনার পর ছুটে আসে স্থানীয়রা। তারাই উদ্ধার কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চারচাকা গাড়ির ওভারস্পিডিংয়ের জন্য এই ঘটনা ঘটেছে বলেই মনে করছে অধিকাংশ জন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করছে প্রশাসন। দু’জন সুস্থ রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima: সাংঘাতিক দৃশ্য! গঞ্জের বাজারে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে গাড়ি গড়িয়ে পড়ল জমিতে, গুরুতর জখম ৩
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement