Shibani Pith: নিমকাঠের দারু বিগ্রহ, সালঙ্কারা দেবী চতুর্ভূজা! বারুইপুরের শিবানী পীঠে জাগ্রত মা কালী, অমাবস্যার পুণ্য তিথিতে উপচে পড়া ভিড়

Last Updated:

Baruipur Shibani Pith: শ্রীচৈতন্যদেবের পদধূলিধন্য এক অন্যতম প্রাচীন জনপদ। এখানেই রয়েছে শক্তি পীঠ, শিবানী পীঠ। পূজিতা হন দেবী কালী। এই মন্দিরে ফলহারিণী কালী পুজো, বিপত্তানিরী পুজো, রটন্তী কালীপুজো, এমনকি দুর্গাপুজোও হয়। ১৯৬৬ সালে বারুইপুরে শিবানী পিঠ প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে স্বপ্নাদেশের কাহিনি।

+
বারুইপুর

বারুইপুর শিবানী পিঠ

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: শ্রীচৈতন্যদেবের পদধূলিধন্য এক অন্যতম প্রাচীন জনপদ। এখানেই রয়েছে শক্তি পীঠ, শিবানী পীঠ, সেখানে পূজিতা হন দেবী কালী। বারুইপুর-কুলপি রোডের অনতিদূরেই সুবুদ্ধিপুর এলাকায় রয়েছে দেবীর মন্দির। মন্দিরে ফলহারিণী কালী পুজো, বিপত্তানিরী পুজো, রটন্তী কালীপুজো, এমনকি দুর্গাপুজোও হয়। ১৯৬৬ সালে মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে স্বপ্নাদেশের কাহিনি।
স্থানীয় ভট্টাচার্য পরিবারের নারায়ণদাস ভট্টাচার্য ও শান্তিলতা দেবীর কন্যা নিরুপমা চক্রবর্তী মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। শ্বশুর বাড়িতে একদিন নিরুপমা দেবী স্বপ্নে দেখেন, তাঁর বাপের বাড়িতে পঞ্চাননের পুজো হচ্ছে। পঞ্চানন মন্দিরের পাশে পুকুরের মধ্যে একটি ঘট অবহেলায় পড়ে রয়েছে। স্বপ্নেই তিনি দেখেন, সেই ঘটটিকে তুলতে গেলে ঘটের মধ্য থেকে এক কালীমূর্তি আবির্ভূত হলেন এবং নিরুপমাদেবীকে নির্দেশ দিলেন, ঘটটি তুলে প্রতিষ্ঠা করতে হবে। কিছুদিন পর নিরুপমা দেবী বারুইপুর এলে, ফের একই স্বপ্নাদেশ পান।
advertisement
আরও পড়ুনঃ  ‘আমাদের মতোই আকার চাই দেবীর’, কুস্তিগীরদের হাতে শুরু মেদিনীপুরের ‘মোটাকালী’-র পুজো, মায়ের দর্শন করেছেন?
মা কালীর এই স্বপ্নাদেশের কথা শুনে নিরুপমা দেবীর জ্যাঠামশাই দুর্গাদাস ভট্টাচার্য ঘটটি খুঁজে পান। ১০ শ্রাবণ বাংলার ১৩৭৩ সনে মঙ্গলবার নবমী তিথিতে জল থেকে ঘট তুলে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। স্থানটির নাম হয় শিবানী পীঠ। নিরুপমা দেবী ছাড়াও, ভট্টাচার্য পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধূ অনুরূপা দেবীও স্বপ্নাদেশ পেয়েছিলেন। দুর্গাদাস স্বপ্নাদেশ পান যে তাঁর মেয়ের নামে মা কালীর নাম রাখতে হবে। সেই মতো শিবানীর নামেই মায়ের নাম হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  মহিলাদের ব্যবহার করে জঙ্গিপুরে হচ্ছে ‘এই’ সব কাজ! গোপন সূত্রে খবর পেয়ে হাটে হাঁড়ি ভাঙল পুলিশ, কী হচ্ছিল জানেন?
মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হলেন কালিকা, দেবীর বিগ্রহ দারু নির্মিত নিম কাঠের। সালঙ্কারা দেবী চতুর্ভুজা। বিগ্রহের উচ্চতা প্রায় চার ফুট, বিগ্রহটি তৈরি করেন বারুইপুরের স্থানীয় শিল্পী। দেবীকে নিত্য আমিষ ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকে সাদাভাত, ভাজা, তরকারি, মাছ, চাটনি, পায়েস ইত্যাদি। এখন বলিদান প্রথা বন্ধ। পীঠস্থানে কালীবিগ্রহ ছাড়া পারিবারিক নারায়ণ, গোপাল রয়েছেন, দু’টি শিবমন্দির রয়েছে কেদারনাথ ও বিশ্বনাথ। বাংলার ২৫ কার্তিক, ১৩৭৩ সনে ঘোর অমাবস্যায় দেবীর মূর্তি স্থাপিত হয়েছিল মন্দিরে। দেবী কালিকার হাতে থাকে রুপোর খর্গ, আরেক হাতে নর মুণ্ড। মাথায় অপরূপ রুপোর মুকুট। মায়ের ইচ্ছানুসারে তাঁর নামকরণ হল ভবাণী। শিবানী পীঠের মা ভবাণী। পদতলে বিরাজ করেন শ্বেত শুভ্র মহাদেব। একেবারে বাঙালির নিজস্ব শিব। দেবীর গাত্রবর্ণ কালো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিবানী পীঠের প্রতিষ্ঠাতা দুর্গাদাস ভট্টাচার্য ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তাঁর মূর্তিও মায়ের মন্দিরের পাশেই রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন মহাপুরুষদের মূর্তি রয়েছে এই মন্দিরে। কালী পুজোর দিন শিবানী পীঠ মন্দিরে অমাবস্যার পুণ্য তিথিতে মায়ের পুজো হয়। ভিড়ে উপচে পড়ে মন্দির। এছাড়া বছরের প্রতি দিনই মন্দিরে ভক্তদের আনাগোনা লেগে থাকে। স্থানীয়রা বলেন, সুবুদ্ধিপুরের মা শিবানী কখনও ভক্তদের খালি হাতে ফেরান না। মনের ইচ্ছা মায়ের সামনে প্রকাশ করলেই তা পূর্ণ হয়। মায়ের সঙ্গে মন দিয়ে ভক্তি ভরে কথা বললে মা কথা বলেন, ভক্তদের এমনটাই বিশ্বাস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shibani Pith: নিমকাঠের দারু বিগ্রহ, সালঙ্কারা দেবী চতুর্ভূজা! বারুইপুরের শিবানী পীঠে জাগ্রত মা কালী, অমাবস্যার পুণ্য তিথিতে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement