Murshidabad News: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে উদ্ধার বিপুল তাজা বোমা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে মুর্শিদাবাদে ততই বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে। এবার বেলডাঙা থেকে উদ্ধার হল বিপুল তাজা বোমা
#মুর্শিদাবাদ: আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিপুল পরিমাণে সকেট বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের বেলডাঙায়। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত সুজাপুর এলাকায় স্থানীয়রা মাঠে চাষ করতে গিয়ে দেখে দুটি জার ভর্তি বোমা পড়ে আছে। তারা সঙ্গে সঙ্গে খবর দেন বেলডাঙা থানায়।
পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। এই বোমা উদ্ধার ঘিরে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি গত ২৪ ডিসেম্বর সামশেরগঞ্জেও উদ্ধার হয় বোমা। সামসেরগঞ্জের গোবিন্দপুর মাঠে বোমা উদ্ধারের পর ২৫ ডিসেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। বোমা নিষ্ক্রিয় করার সময়ে সামসেরগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তবে এত বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে গোটা এলাকায় ।
advertisement
advertisement
এর আগে গত ২১ ডিসেম্বর হরিহরপাড়াতেও উদ্ধার হয়েছিল তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ জিতারপুর এলাকায় তল্লাশি চালিয়ে মাঠ থেকে নয়টি সকেট বোমা উদ্ধার করেছিল।
আর কয়েক মাস বাদেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদ জেলার নানান প্রান্ত থেকে বোমা উদ্ধার হচ্ছে। গোটা জেলা যেন বারুদার স্তুপে পরিণত হয়েছে। একের পর এক ঘটনায় মাথাব্যথা বাড়ছে প্রশাসনের।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2023 7:23 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে উদ্ধার বিপুল তাজা বোমা