বাঁকুড়ায় জ্যান্ত কালীর পুজো! দেবীর আসনে বাড়ির বড় বউ, দীপান্বিতা অমাবস্যায় রক্তচন্দনের তিলক আঁকা শরীরে ভর করেন স্বয়ং মা কালী

Last Updated:

Jibonto Kali: বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো। সাঁতরা পরিবারে বড় বৌমা হীরাবালা সাঁতরাকে মা কালী রূপে পূজা করা হল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। গলায় রক্তজবার মালা, কপালে লাল চন্দন - এই বেশেই পূজিতা হন জ্যান্ত মা মুণ্ডমালিনী। পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়।

বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো
বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো
ইন্দাস, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো। শুনে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না। কিন্তু ইন্দাসে এমনটাই হয়ে আসছে বছরে পর বছর ধরে। বাড়ির বড় বউকে কালী রূপে পুজো করা হয় এই পরিবারে। বংশপরম্পরায় এটাই রীতি এটাই নীতি।
কালীপুজোর ভিড়ে যেন এক অন্য পুজো বাঁকুড়া জেলার ইন্দাসের মির্জাপুরে। এখানকার সাঁতরা পরিবারে বড় বৌমা হীরাবালা সাঁতরাকে মা কালী রূপে পূজা করা হল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। গলায় রক্তজবার মালা, কপালে লাল চন্দন – এই বেশেই পূজিতা হন জ্যান্ত মা মুণ্ডমালিনী।
আরও পড়ুনঃ অর্ধেক কালী-অর্ধেক কৃষ্ণ! বারাসাতের দ্বারকা নগরীতে ‘কৃষ্ণকালী’ দেখতে উপচে পড়া ভিড়, বছরের অন্যতম সেরা মূর্তি না দেখলে বড় মিস
পরিবারের দাবি, সাঁতরা পরিবারের কোনও এক পূর্বপুরুষকে কালী মা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন বাড়ির বড় বধূকে কালী রূপে পূজা করার। সেই থেকে আজও পরিবারের বড় বধূকে পুজো করার নিয়ম চলে আসছে। পরিবারের গৃহবধূ হীরাবালা সাঁতরা গত ৪০ বছর ধরে মা কালীরূপে পূজিতা হয়ে আসছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নীল আলোয় মোড়ানো পুজো মণ্ডপ! ডায়মন্ড হারবারের ‘এই’ কালীপুজো না দেখলে আফসোস, কী চমক রয়েছে জানেন?
পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়। গলায় রক্তজবার মালা ও কপালে রক্তচন্দনের তিলক আঁকা হয়। পুজোর সময় স্বয়ং মা কালী হীরাবালাদেবীর শরীরে ভর করে থাকেন, এমনটাই বিশ্বাস সকলের। পুরোহিত তাঁকে দেবী রূপে পুজো করেন। আশেপাশের দর্শনার্থীরা জীবন্ত কালীর পুজো দেখতে সাঁতরা বাড়িতে ভিড় জমান। কালীপুজোর পরের দিনেও নিয়ম নীতি অনুযায়ী আরও একবার জ্যান্ত মাকে পুজো করে বরণ করে তার ঘট বিসর্জন করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ায় জ্যান্ত কালীর পুজো! দেবীর আসনে বাড়ির বড় বউ, দীপান্বিতা অমাবস্যায় রক্তচন্দনের তিলক আঁকা শরীরে ভর করেন স্বয়ং মা কালী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement