Barasat Kali Puja: অর্ধেক কালী-অর্ধেক কৃষ্ণ! বারাসাতের দ্বারকা নগরীতে 'কৃষ্ণকালী' দেখতে উপচে পড়া ভিড়, বছরের অন্যতম সেরা মূর্তি না দেখলে বড় মিস

Last Updated:

Barasat Kali Puja: কালীপুজোর আবহে এ বছর নজর কেড়েছে বারাসাত নবপল্লি ‘আমরা সবাই ক্লাব’-এর পুজো। থিম ‘শ্রীকৃষ্ণের দ্বারকা’। পৌরাণিক আবহ ও আধুনিক ভাবনার সংমিশ্রণে তৈরি হয়েছে এই মণ্ডপ। দেবীমূর্তি হিসাবে বসেছেন ১৫ ফুট উচ্চতার 'কৃষ্ণকালী'। যার অর্ধেক কালী ও অর্ধেক কৃষ্ণরূপে আবির্ভূত।

+
বারাসাতের

বারাসাতের কৃষ্ণকালী

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসাতে ‘দ্বারকা’ দর্শনে উপচে পড়ছে মানুষের ভিড়। কালীপুজোর আবহে এ বছর নজর কেড়েছে বারাসাত নবপল্লি ‘আমরা সবাই ক্লাব’-এর পুজো। থিম ‘শ্রীকৃষ্ণের দ্বারকা’ যা ঘিরে এখন শহরজুড়ে চর্চা। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মণ্ডপের ছবি ও ভিডিও।
নবম বর্ষে পদার্পণ করেছে নবপল্লির এই পুজো। পৌরাণিক আবহ ও আধুনিক ভাবনার সংমিশ্রণে তৈরি হয়েছে এই মণ্ডপ। উচ্চতা প্রায় ১২০ ফুট, প্রস্থে ১৭০ ফুট। আলো, শব্দ ও শিল্পকর্মের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে কৃষ্ণের রাজ্য দ্বারকাকে। প্যান্ডেলের ভিতরে তৈরি করা হয়েছে দ্বারকার সাত নগরী। প্রতিটি আলাদা নকশা ও সূক্ষ্ম কারুকাজে সাজানো। কোথাও কৃষ্ণলীলা, কোথাও গোপীদের আরাধনা, আবার কোথাও ধর্মযুদ্ধের দৃশ্য ফুটে উঠেছে শিল্পীর তুলিতে।
advertisement
আরও পড়ুনঃ নীল আলোয় মোড়ানো পুজো মণ্ডপ! ডায়মন্ড হারবারের ‘এই’ কালীপুজো না দেখলে আফসোস, কী চমক রয়েছে জানেন?
সবচেয়ে বড় চমক মণ্ডপের ভিতরে – ১৫ ফুট উচ্চতার দেবীমূর্তি। যার অর্ধেক কালী ও অর্ধেক কৃষ্ণরূপে আবির্ভূত। দর্শনার্থীরা বলছেন, এ যেন ভক্তি ও শক্তির মেলবন্ধনের এক আশ্চর্য রূপ। উদ্যোক্তারা জানিয়েছেন, এই রূপের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন, কৃষ্ণের প্রেম ও কালীর তেজ একই শক্তির দুই প্রকাশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সন্ধ্যা নামতেই বিশেষ আলোকসজ্জায় গোটা মণ্ডপ জুড়ে তৈরি হচ্ছে মায়াবী পরিবেশ। ভিড় সামলাতে প্রশাসন ও ক্লাব কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। তবু দর্শনার্থীদের উচ্ছ্বাসে ভাটা নেই। এখনও না দেখে থাকলে, একবার ঘুরে আসতেই পারেন বারাসাতের এই ‘দ্বারকা নগরী’ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Kali Puja: অর্ধেক কালী-অর্ধেক কৃষ্ণ! বারাসাতের দ্বারকা নগরীতে 'কৃষ্ণকালী' দেখতে উপচে পড়া ভিড়, বছরের অন্যতম সেরা মূর্তি না দেখলে বড় মিস
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement