Bhaifota 2025: ভাইফোঁটাতে বোনকে দিন 'সেরা' কিছু উপহার! সম্পর্ক অটুট থাকবে আজীবন

Last Updated:
ভাইফোঁটা ২৩ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে ভাইফোঁটা। জেনে নিন কোন উপহার দেবেন, এই সব উপহার দিলেই ভাই-বোনের সম্পর্ক আরও গাঢ় হবে!
1/8
বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইফোঁটা বা ভাইদুজ ২৩ অক্টোবর পালিত হবে। এই বছর, কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি ২২ অক্টোবর, ২০২৫ তারিখে রাত ৮টা ১৬ মিনিটে শুরু হবে এবং ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইফোঁটা বা ভাইদুজ ২৩ অক্টোবর পালিত হবে। এই বছর, কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি ২২ অক্টোবর, ২০২৫ তারিখে রাত ৮টা ১৬ মিনিটে শুরু হবে এবং ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত চলবে।
advertisement
2/8
জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এদিন ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত। থালায় প্রদীপ, ধূপ, শঙ্খ, ধান, দূর্বা, কাজল, চন্দন, দই ও ঘি। এরপর হয় মিষ্টিমুখ। ভাইফোঁটা দেওয়ার সময় সবসময় ভাইযকে উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে বসানো উচিত। এদিন দিতে পারেন সেরা কিছু উপহার ।
জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়।এদিন ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত। থালায় প্রদীপ, ধূপ, শঙ্খ, ধান, দূর্বা, কাজল, চন্দন, দই ও ঘি। এরপর হয় মিষ্টিমুখ। ভাইফোঁটা দেওয়ার সময় সবসময় ভাইযকে উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে বসানো উচিত। এদিন দিতে পারেন সেরা কিছু উপহার ।
advertisement
3/8
স্মার্ট ওয়াচ উপহার দিতে পারে ভাইকে। বর্তমানে স্মার্ট ওয়াচ পরার চল বেড়েছে। এগুলো খুবই স্টাইলিশ দেখায়। এই দিওয়ালিতে স্মার্ট ওয়াচ উপহার দিন। এই উপহার মন কাড়বে তার। দিতে পারেন রিস্ট ওয়াচও। ভাইফোঁটার উপহার দিতে বেছে নিতে পারে ইলেক্ট্রনিক গ্যাজেট, সম্পর্ক হবে আরও গাঢ়। দিতে পারেন এমন উপহার।
স্মার্ট ওয়াচ উপহার দিতে পারে ভাইকে। বর্তমানে স্মার্ট ওয়াচ পরার চল বেড়েছে। এগুলো খুবই স্টাইলিশ দেখায়। এই দিওয়ালিতে স্মার্ট ওয়াচ উপহার দিন। এই উপহার মন কাড়বে তার। দিতে পারেন রিস্ট ওয়াচও। ভাইফোঁটার উপহার দিতে বেছে নিতে পারে ইলেক্ট্রনিক গ্যাজেট, সম্পর্ক হবে আরও গাঢ়। দিতে পারেন এমন উপহার।
advertisement
4/8
পোশাক উপহার দিতে পারে ভাইকে। তাকে শার্ট, পঞ্জাবি কিংবা টি শার্ট কিনতে পারেন। এই উপহার মন কাড়বে তার। পছন্দের উপহার পেয়ে খুশি হবে সে। মেনে চলুন এই বিশেষ টিপস। দিতে পারেন এমন উপহার।
পোশাক উপহার দিতে পারে ভাইকে। তাকে শার্ট, পঞ্জাবি কিংবা টি শার্ট কিনতে পারেন। এই উপহার মন কাড়বে তার। পছন্দের উপহার পেয়ে খুশি হবে সে। মেনে চলুন এই বিশেষ টিপস। দিতে পারেন এমন উপহার।
advertisement
5/8
শোপিস কিংবা কফি কাপ দিতে পারেন। বাজেট কম থাকলে কিনতে পারেন শোপিস কিংবা কফি কাপ। আপনার ও ভাইয়ের ছবি প্রিন্ট করা কাপ দিতে পারেন। এমন উপহার মন কাড়বে।
শোপিস কিংবা কফি কাপ দিতে পারেন। বাজেট কম থাকলে কিনতে পারেন শোপিস কিংবা কফি কাপ। আপনার ও ভাইয়ের ছবি প্রিন্ট করা কাপ দিতে পারেন। এমন উপহার মন কাড়বে।
advertisement
6/8
প্রয়োজনীয় জিনিসও উপহার দিতে পারেন। টিফিন বক্স কিংবা জলের বোতল দিতে পারেন ভাইকে। অফিস নিয়ে যেতে কাজে লাগবে। তেমনই ভাইয়ের প্রয়োজনীয় উপহার দিতে পারেন।
প্রয়োজনীয় জিনিসও উপহার দিতে পারেন। টিফিন বক্স কিংবা জলের বোতল দিতে পারেন ভাইকে। অফিস নিয়ে যেতে কাজে লাগবে। তেমনই ভাইয়ের প্রয়োজনীয় উপহার দিতে পারেন।
advertisement
7/8
চকোলেট উপহার দিতে পারেন ভাইকে। এই উপহার ভাইয়ের পছন্দ হবে। বিভিন্ন রকমের চকোলেটে বাজার ছেয়ে গিয়েছে। পছন্দ সই কিনে ফেলুন একটি। দিতে পারেন এমন উপহার।
চকোলেট উপহার দিতে পারেন ভাইকে। এই উপহার ভাইয়ের পছন্দ হবে। বিভিন্ন রকমের চকোলেটে বাজার ছেয়ে গিয়েছে। পছন্দ সই কিনে ফেলুন একটি। দিতে পারেন এমন উপহার।
advertisement
8/8
বাজেট বেশি থাকলে ভাইকে মোবাইল দিতে পারেন। কিংবা সাউন্ড সিস্টেম উপহার দিন। প্রায় সব ছেলেরাই এমন জিনিস পছন্দ করেন। কিংবা ভাই গেমস খেলতে পছন্দ করলে দিতে পারেন গেমসের সিডি। ছেলেরা গেমস পছন্দ করেন। তাই দেরি না করে কিনে ফেলুন এমন উপহার। ভাইকে দিতে পারেন এই পাঁচটি উপহারের মধ্যে একটি। মজবুত হবে ভাই-বোনের মধুর সম্পর্ক। বেছে নিন এমন একটি উপহার।
বাজেট বেশি থাকলে ভাইকে মোবাইল দিতে পারেন। কিংবা সাউন্ড সিস্টেম উপহার দিন। প্রায় সব ছেলেরাই এমন জিনিস পছন্দ করেন। কিংবা ভাই গেমস খেলতে পছন্দ করলে দিতে পারেন গেমসের সিডি। ছেলেরা গেমস পছন্দ করেন। তাই দেরি না করে কিনে ফেলুন এমন উপহার। ভাইকে দিতে পারেন এই পাঁচটি উপহারের মধ্যে একটি। মজবুত হবে ভাই-বোনের মধুর সম্পর্ক। বেছে নিন এমন একটি উপহার।
advertisement
advertisement
advertisement