Clay Toys : মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! যাচ্ছে ভিন রাজ্যেও, দাম কত জানেন?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Clay Toys : আলোর উৎসবে রঙিন হয়ে উঠেছে চারিদিক। পুরুলিয়ায় রমরমিয়ে বিক্রি হচ্ছে দিওয়ালি ঘর। রয়েছে আরও মাটির তৈরি খেলান। মাত্র পাঁচ টাকা থেকেই দাম শুরু।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : আলোর উৎসবে রঙিন হয়ে উঠেছে চারিদিক। জঙ্গলমহলের দীপাবলীর আলাদাই মাধুর্য রয়েছে। আর তা হবে নাই বা কেন। এককালে পুরুলিয়ার একাংশ ছিল হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস। তাই দীপাবলীর আলাদাই ঐতিহ্য রয়েছে জঙ্গলমহলের এই জেলায়। এই সময় প্রায় বেশিরভাগ বাড়িতেই মাটি দিয়ে দিওয়ালি ঘর সাজানোর রীতি প্রচলিত রয়েছে।
আর এই দিওয়ালি ঘর সাজানোর জন্য নানান ধরনের মাটির খেলনা বিক্রি হতে দেখা যায় জেলার বিভিন্ন প্রান্তে। এই সময় মৃৎশিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। পুরুলিয়া শহরের হাটের মোড়ে মাটির বিভিন্ন খেলনার পসরা সাজিয়ে হাজির হয়েছেন মৃৎশিল্পীরা। রয়েছে মাটি দিয়ে তৈরি হাঁড়ি, কড়াই, উনুন, ঝুড়ি সহ বিভিন্ন ধরনের রংবেরঙের খেলনা। মাত্র পাঁচ টাকাতেই পাওয়া যাচ্ছে এই সমস্ত মাটির খেলনা।
advertisement
আরও পড়ুন : এপার বাংলার সঙ্গে ওপার বাংলাকে জুড়ছে ব্রাত্য বসুর ‘শেকড়’! দ্বিতীয় পূর্ণাঙ্গ সিনেমা পেয়ে কী বলছেন বাংলাদেশের অভিনেতা?
এ বিষয়ে এক মৃৎশিল্পী আশা কুম্ভকার বলেন, প্রায় চার থেকে ছয় মাস ধরে তারা এগুলো তৈরি করেন। মূলত উৎসবের এই মরশুমে এই খেলনার চাহিদা থাকে। সেট হিসাবে বিক্রি হয় এই খেলনা গুলি। প্রায় বেশিরভাগ মানুষই বাড়িতে এগুলি কিনে নিয়ে যান দীপাবলীর এই সময়তে। চাহিদাও যথেষ্ট থাকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এক ক্রেতা অর্পিতা দত্ত বলেন, প্রতিবছর তিনি এই খেলনা কিনে থাকেন। দিওয়ালি ঘর সাজানো হয় মাটির এই খেলনা গুলি দিয়ে। এছাড়াও বাচ্চারা এগুলো নিয়ে খেলা করে। এটা জেলার একটা ঐতিহ্য। উৎসবের এই সময় জেলার বেশিরভাগ জায়গাতেই দিওয়ালি ঘর সাজাতে দেখা যায়। তাই মৃৎশিল্পীদের বরাত যথেষ্ট থাকে দীপাবলীর এই সময়তে। শুধু জেলা নয় ভিন রাজ্যেও মাটির তৈরি এই খেলনা রফতানি করেন শিল্পীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 21, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Clay Toys : মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! যাচ্ছে ভিন রাজ্যেও, দাম কত জানেন?