Bratya Basu Film : এপার বাংলার সঙ্গে ওপার বাংলাকে জুড়ছে ব্রাত্য বসুর 'শেকড়'! দ্বিতীয় পূর্ণাঙ্গ সিনেমা পেয়ে কী বলছেন বাংলাদেশের অভিনেতা?

Last Updated:

Bratya Basu Film : এবার ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি 'শেকড়'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের লিরিখে তৈরি হচ্ছে এই ছবি।

+
সিনেমার

সিনেমার শুটিং

বীরভূম, সৌভিক রায়: এবার ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি ‘শেকড়’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের লিরিখে তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। এই ছবিতে তিন প্রজন্মের গল্প তুলে ধরবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, পৌলমী বসু, ঋদ্ধি সেন অঙ্গনা রায় ও অন্যান্য প্রমুখের।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন শহরের অদূরে নানুরের মোহনপুর, লাভপুরে চলছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পরিচালিত ‘শেকড়’ সিনেমার শুটিং। এই ছবিতে থাকছে নানা চমক৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছোট গল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’, এই দুটি ছোট গল্পকে অন্য ভাবে মোড়ক দিচ্ছেন পরিচালক ব্রাত্য বসু।
advertisement
advertisement
ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এপার বাংলায় তাঁর দ্বিতীয় পূর্ণাঙ্গ কোনও ছবিতে অভিনয় করলেন৷ তিনি বলেন, “২০২২ সালে আমি এখানে একটি ছবি করেছিলাম মৃণাল সেনের জীবনীর উপর সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ৷ এটি আমার দ্বিতীয় সিনেমা ৷ ছবিটা কাহিনীটা খুবই জীবন ঘনিষ্ঠ গল্প, গ্রামীণ প্রেক্ষাপট, এর পাশাপাশি মাটির গল্প, মানুষের দৈনন্দিন জীবনের গল্প, শেকড়ের গল্প। ব্রাত্য বসু দা একজন স্বনামধন্য অভিনেতা, পরিচালক, রাজনীতিক। আমি ওঁনার অভিনয়ের প্রচণ্ড ভক্ত ৷ তবে এখানে এসে একটা ভাল জিনিস দেখলাম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক কথায়, ভারত-বাংলাদেশের সম্পর্ক যেমনই হোক না কেন, কাঁটাতারের দুই পারে উত্তাপ থাকুন অথবা না থাকুক, দুই বাংলার শিল্পীদের নিয়ে ‘শেকড়’ ছবি জনপ্রিয় হবে আশাবাদী সকলেই৷ প্রসঙ্গত, এর আগেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু লেখা নিয়ে কালজয়ী সিনেমা তৈরি হয়েছে। অস্কার জয়ী প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় একের পর এক ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অপুর সংসার’ এর মতন স্বনামধন্য ছবি নির্মাণ করেছেন। এই ছবিও আগামীদিনে এমনই নাম করবে আশা করা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bratya Basu Film : এপার বাংলার সঙ্গে ওপার বাংলাকে জুড়ছে ব্রাত্য বসুর 'শেকড়'! দ্বিতীয় পূর্ণাঙ্গ সিনেমা পেয়ে কী বলছেন বাংলাদেশের অভিনেতা?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement