Child M*urder: বাড়িতেই ছিলেন দাদু, দিদা, পরিচারিকা! অন্য ঘরে রক্তে ভাসছে ৫ বছরের নাতনি, সোনারপুরে হাড়হিম কাণ্ড
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Child M*urder: সোনারপুরে রক্তাক্ত দেহ উদ্ধার পাঁচ বছরের শিশুর, দাদু-দিদা ও পরিচারিকা আটক খুন নাকি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা রহস্যে এলাকা জুড়ে চাঞ্চল্য
সোনারপুর, সুমন সাহা: সোনারপুরে পাঁচ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। দাদু-দিদা ও পরিচারিকা আটক। খুন নাকি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা রহস্যে এলাকা জুড়ে চাঞ্চল্য। সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকা থেকে পাঁচ বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার সন্ধ্যায় সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয় প্রত্যুষা কর্মকার নামে চার বছরের ওই শিশুর দেহ।
স্থানীয়রা জানিয়েছেন, আচমকা বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তাঁরা দৌড়ে যান। ঘরে ঢুকতেই দেখেন রক্তে ভেজা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে প্রত্যুষা। দ্রুত তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রত্যুষার মা কলকাতার এক নামী বৈদ্যুতিক বিপণিতে কর্মরত এবং বাবা একটি বেসরকারি হাসপাতালের স্টাফ। প্রতিদিনের মতো রবিবারও তাঁরা কাজে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন দাদু, দিদা এবং শিশুটির দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা। কিন্তু তাঁদের সামনেই এমন ঘটনা ঘটল কীভাবে, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়ায় খুনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘ সময় পর শিয়ালদহ-বনগাঁ শাখায় ফের ছুটল ‘এই’ লাল ট্রেন! ব্যাপারটা কী জানুন…
দাদু-দিদা ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই বাড়িটি সিল করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরীহ এক শিশুর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ এলাকা। সবারই একটাই প্রশ্ন এই নিষ্ঠুরতার নেপথ্যে কী…!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 20, 2025 9:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child M*urder: বাড়িতেই ছিলেন দাদু, দিদা, পরিচারিকা! অন্য ঘরে রক্তে ভাসছে ৫ বছরের নাতনি, সোনারপুরে হাড়হিম কাণ্ড







