Bangla News: ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়! ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল বাইক সহ আরোহী! তারপর যা ঘটল...

Last Updated:

Bangla News: কলকাতামুখী পথে যাচ্ছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। বয়স ৩৫ বছর। একটি বেসরকারি সংস্থার কর্মী তিনি।

এখানেই ঘটেছিল দুর্ঘটনাটি
এখানেই ঘটেছিল দুর্ঘটনাটি
নরেন্দ্রপুর, সুমন সাহা: কালীপুজোর দিনেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। কয়েকদিন আগে ঘটেছিল এই দুর্ঘটনা আবারও দ্রুতগতির বেপরোয়া বাইক চালনার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি ফ্লাইওভারে। সোমবার কামালগাজি ফ্লাইওভার ধরে কলকাতামুখী পথে যাচ্ছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। বয়স ৩৫ বছর। একটি বেসরকারি সংস্থার কর্মী তিনি।
ঠিক সেইসময় বিপরীত দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল আরেকটি বাইক, চালাচ্ছিলেন অপূর্ব মণ্ডল, যার বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। জানা গেছে, বাজি কিনে বাড়ি ফিরছিল সে। হঠাৎই অপূর্বর বাইক ভয়ঙ্কর জোরে ধাক্কা মারে অরুণের বাইকে। ধাক্কার শক্তিতে পুরো ভারসাম্য হারিয়ে ফ্লাইওভারের রেলিং টপকে নীচে পড়ে যান অরুণ। ফ্লাইওভারেই ছিটকে পড়ে দু’টি বাইক।
advertisement
ঘটনায় সেখানে থাকা আরেক বাইক আরোহীও জখম হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠান। অরুণের অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই দুটি বাইক বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
advertisement
আজ কালীপুজোয় মানুষ উৎসবের মুখর হয়ে আছে। আর এই উৎসবের মরশুমে এই দুর্ঘটনা। ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ বারবার সতর্ক করছে তার পরেও এই ধরনের ঘটনা। পুলিশ সতর্ক করছে দ্রুতগতির বিপদ সম্পর্কে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়! ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল বাইক সহ আরোহী! তারপর যা ঘটল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement