Alipurduar News: বহু বিষয়ক জ্ঞান কী, সেমিনারে বোঝালেন অধ্যাপকরা! জয়গাঁর কলেজে বিশাল আয়োজন

Last Updated:
Alipurduar News: অনেকটা সময় পর এই কলেজে এত বড় মাপের সেমিনার আয়োজিত হল। সেখানে বাংলা, ইতিহাসের মতো নানা বিষয়ের পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
1/5
বর্তমান যুগে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এই নিয়ে জয়গাঁ ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হল। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শামুকতলা এবং ফালাকাটা কলেজ থেকে আসা অধ্যাপকরা। এই সেমিনারে কলেজ পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বর্তমান যুগে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিষয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এই নিয়ে জয়গাঁ ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ে এক সেমিনারের আয়োজন করা হল। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শামুকতলা এবং ফালাকাটা কলেজ থেকে আসা অধ্যাপকরা। এই সেমিনারে কলেজ পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
এমনিতেই অনেকটা সময় পর এই কলেজে বড় মাপের সেমিনার আয়োজিত হয়েছে। সেমিনারে বাংলা, ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এমনিতেই অনেকটা সময় পর এই কলেজে বড় মাপের সেমিনার আয়োজিত হয়েছে। সেমিনারে বাংলা, ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
advertisement
3/5
সেমিনারে উপস্থিত অধ্যাপকদের মতে, বর্তমানে পড়ুয়া এবং গবেষকদের মধ্যে একটি বহুল আলোচিত বিষয় হল 'মাল্টি ডিসকাপ্লিনারি অ্যাপ্রোচ' বা বহু বিষয়ক শিক্ষা। জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত এই নতুন শিক্ষা পদ্ধতি ভারতীয় চিরাচরিত শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে।
সেমিনারে উপস্থিত অধ্যাপকদের মতে, বর্তমানে পড়ুয়া এবং গবেষকদের মধ্যে একটি বহুল আলোচিত বিষয় হল 'মাল্টি ডিসকাপ্লিনারি অ্যাপ্রোচ' বা বহু বিষয়ক শিক্ষা। জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত এই নতুন শিক্ষা পদ্ধতি ভারতীয় চিরাচরিত শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে।
advertisement
4/5
ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ের উদ্যোগে ও পরিচালনায় এই বিষয়ের উপর একটি জেলা ভিত্তিক সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যাপক, ন্যাক অধীনস্থ ইন্টারনাল কোয়ালিটি আস্যুরেন্স সেলের বিশিষ্ট সদস্যরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক ডঃ বিনয় কুমার প্যাটেল।
ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ের উদ্যোগে ও পরিচালনায় এই বিষয়ের উপর একটি জেলা ভিত্তিক সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যাপক, ন্যাক অধীনস্থ ইন্টারনাল কোয়ালিটি আস্যুরেন্স সেলের বিশিষ্ট সদস্যরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক ডঃ বিনয় কুমার প্যাটেল।
advertisement
5/5
ভারতীয় জ্ঞান ব্যবস্থার নিরিখে আধুনিক বাংলা কবিতা নিয়ে আলোচনা হয়। যার বক্তা ছিলেন ডঃ আশুতোষ বিশ্বাস, অধ্যক্ষ শামুকতলা সিধু-কানহু কলেজ, আলিপুরদুয়ার। এরপর সমকালীন সময়ে পরিবেশ ভাবনা প্রসঙ্গ উপনিষদ, জৈন ও বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা হয়। সিন্ধু সভ্যতা ও নগর পরিকল্পনা নিয়েও এদিন আলোচনা হয়েছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
ভারতীয় জ্ঞান ব্যবস্থার নিরিখে আধুনিক বাংলা কবিতা নিয়ে আলোচনা হয়। যার বক্তা ছিলেন ডঃ আশুতোষ বিশ্বাস, অধ্যক্ষ শামুকতলা সিধু-কানহু কলেজ, আলিপুরদুয়ার। এরপর সমকালীন সময়ে পরিবেশ ভাবনা প্রসঙ্গ উপনিষদ, জৈন ও বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা হয়। সিন্ধু সভ্যতা ও নগর পরিকল্পনা নিয়েও এদিন আলোচনা হয়েছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
advertisement
advertisement