Kali Puja 2025: কালী পুজোতে উত্তরের সঙ্গে দক্ষিণের টক্কর, উপচে পড়া ভিড়
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
advertisement
1/6

কালীপুজো মানেই উত্তর বারাসাতে চমক সেই চমককে পাল্লা দিতে ময়দানে তৈরি দক্ষিণ বারাসাতে। এটাই দক্ষিণ বারাসাতে একের এক পর এক চমক প্রত মন্ডপ থেকে প্রতিমা সাথে আলোকসজ্জা যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যাবে।
advertisement
2/6
দক্ষিণ বারাসাত বাজারে প্রবেশ করলে একের পরে শ্যামাপ্রতিমার মন্ড দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ বারাসাত ইয়ং ব্লাড, দাসপাড়া স্পোর্টিং ক্লাব, দক্ষিণ কালিকাপুর আমরা সবাই, জোড়া পুল যুব গোষ্ঠী প্রতিটি মন্ডপে থাকছে থিমের বাহার।
advertisement
3/6
দক্ষিণ বারাসাতে বেশ কয়েকটি কালীপুজো তার মধ্যে অন্যতম দক্ষিণ বারাসাতে ইয়ং ব্লাডে শ্যামা পূজা এবারে তাদের থিম কৈলাসে মা। পাহাড়ের আদলে তৈরি হয়েছে মণ্ডপ আর সেই পাহাড় কেটে মন্ডপের মধ্যে ঢুকবে দর্শনার্থীরা আর তার ভিতরেই মন্ডপের মানানসই করে রাখা হয়েছে প্রতিমা। থাকছে আলোকসজ্জা।
advertisement
4/6
এরপরেই দক্ষিণ বারাসাত জোড়া পুল যুবগোষ্ঠী মন্ডল তাদের এ বছর ৬১ তম বর্ষ আর এবারের তাদের আকর্ষণ প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধান। থাকছে চন্দননগরের আলোকসজ্জা পুরো মন্ডপ জুড়ে লাগানো হয়েছে প্রকৃতি বিভিন্ন গাছপালা লতাপাতা দিয়ে তৈরি এই মন্ডপ যা দর্শকরা ভিতরে ঢুকলেই মন কারবে।
advertisement
5/6
তবে এদের থেকে কোন অংশে পিছিয়ে নেই দক্ষিণ বারাসাত দাসপাড়া স্পোর্টিং ক্লাব তাদের এ বছর ৬৪ তম বর্ষে পদার্পণ করলো প্রতিবারের মতো তাদের এবারে নতুন ভাবনা ও থিম ফুটিয়ে তুলেছে, স্বপ্নের দেশ।এই কটা দিন তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান চলবে পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানটি এই কটা দিন অনুষ্ঠিত হবে।
advertisement
6/6
আর এই মন্ডপগুলির সমঞ্জস্য করে তারাও তৈরি এই শ্যামা পূজাতে। দক্ষিণ বারাসাতের কামরা কজন ক্লাবের পরিচালনায় তাদের এবছর ৪২ তম বর্ষের পর্দপন করলো তাদের থিম নারীর বেশি মা এসেছে পুরো মণ্ডপ জুড়ে রয়েছে নারীদের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।।