Kali Puja 2025 : কালীপুজোয় উত্তরের সঙ্গে দক্ষিণের জমজমাট লড়াই বারাসাতে! কিন্তু এই মণ্ডপ না দেখলে আফসোস হবে
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Kali Puja 2025 : এবার উত্তরের সঙ্গে লড়াই দক্ষিণের। উত্তর বারাসতের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ বারাসতেও কালীপুজোর রমরমা শুরু হয়ে গিয়েছে। যেখানে তৈরি হয়েছে তাক লাগিয়ে থিম।
দক্ষিণ বারাসাত, সুমন সাহা: এবার উত্তরের সঙ্গে লড়াই দক্ষিণের। উত্তর বারাসতের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ বারাসতেও কালীপুজোর রমরমা শুরু হয়ে গিয়েছে। জয়নগরের দক্ষিণ বারাসতের বেশ কয়েকটি অভিনব পুজো এলাকার দর্শনার্থীদের নজর কেড়েছে। তার মধ্যে দক্ষিণ কালিকাপুরের জোড়াপুল যুব গোষ্ঠীর পুজো অন্যতম।
দক্ষিন কালিকাপুর জোড়াপোল যুবগোষ্ঠী গত ৬১ বছর ধরে তারা শ্যামা পুজোর আয়োজন করে আসছে। এ বছর তাদের থিম প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে। অর্থাৎ পুরো মণ্ডপ জুড়ে বিভিন্ন ধরনের ফোম দিয়ে গাছপালা তৈরি করা হয়েছে। যা দেখলে দর্শকরা মুগ্ধ হয়ে যাবেন। মন্ডপের সঙ্গে মানানসই করে তৈরি করা হয়েছে প্রতিমা।
আরও পড়ুন : সাবধান! এই কালীপুজোয় অচেনা কেউ ফুল, বেলপাতা আনার কাজ দিলে যাবেন না! ফাঁদে পা দিলেই ঘোর সর্বনাশ
advertisement
advertisement
মহাপ্রভু চৈতন্যদেবের শহর থেকে আগত অর্থাৎ মায়াপুর নবদ্বীপ থেকে শিল্পীরা মন্ডপ সৃজনে কাজ করছেন। টানা তিন মাস ধরে তারা এই মন্ডপ সাজানোর কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এ বছর তাদের বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। মন্ডপের পাশাপাশি থাকছে চন্দননগরের আলোকসজ্জা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে পুজো কমিটির এক সদস্য জানান এ বছর আমাদের ৬১ বছরে পদার্পণ করল এই আয়োজন। প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে। অর্থাৎ প্রকৃতি বাঁচলেই তবেই শান্তি মিলবে। পুরো মণ্ডপ বিভিন্ন গাছের লতাপাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। যা দেখে অবাক হবেন দর্শনার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 19, 2025 11:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : কালীপুজোয় উত্তরের সঙ্গে দক্ষিণের জমজমাট লড়াই বারাসাতে! কিন্তু এই মণ্ডপ না দেখলে আফসোস হবে









