TRENDING:

South 24 Parganas News: ক্যারাটেতে দশম শ্রেণির ছাত্রের সাফল্য তাক লাগিয়ে দেবে, তবে মূল প্রতিবন্ধকতা অর্থ

Last Updated:

ক্যানিংয়ের প্রিয়াংশু দশম শ্রেণিতে পড়াকালীন ক্যারাটেতে যে সাফল্য অর্জন করেছে তা যে কারোর তাক লাগিয়ে দেবে। কিন্তু পারিবারিক আর্থিক অনটন তার চলার পথে ক্রমশ কাঁটা বিছিয়ে দিচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দশম শ্রেণির ছাত্র প্রিয়াংশু। ছোট থেকেই ক্যারাটের প্রতি ভালোবাসা তার। ২০১৬ সালে সে প্রথম এন্ডুকুলামে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয়। চারটি বিভাগে অংশ নিয়ে প্রতিটাতেই প্রথম স্থান পায়। এরপর কান্নুর, মুম্বই, লখনউ, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, ব্যাঙ্গালুরু, পুনে সহ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে প্রিয়াংশু। সম্প্রতি কোয়াম্বাটুরে কালারিপাট্টুর জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটে বিভাগেই সোনা জিতেছে প্রিয়াংশু। এভাবেই একের পর এক সাফল্য পেয়ে চলেছে ক্যানিংয়ের এই কিশোর।
advertisement

এখনও পর্যন্ত মোট তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে প্রিয়াংশু। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তবে এই আর্থিক প্রতিবন্ধকতা প্রিয়াংশুকে এখনও পর্যন্ত দমাতে পারেনি। কাতা, কুমি, কালারিপাট্টু, উর্মি, ছুবেরু, স্টিক ফাইট, শোর্ড শিল্ড ফাইট সবেতেই সিদ্ধহস্ত সে। এই ফেব্রুয়ারিতে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলেও মাধ্যমিক পরীক্ষার জন্য সেখানে যোগ দিতে পারছে না প্রিয়াংশু। তবে পরিবারের অর্থনৈতিক অনটনের জেরে ক্রমশই বন্ধুর হয়ে উঠছে প্রিয়াংশুর চলার পথ।

advertisement

আরও পড়ুন: চা শ্রমিকরা ফের চা-সুন্দরীর নতুন বাড়ি পেলেন

ক্যানিংয়ের অমর সংঘ ক্লাবের ক্যারাটে কোচ সেবাশিস দাসের কাছে ক্যারাটেতে হাতেখড়ি তার। সেখান থেকে কলকাতার শ্যামবাজারে পরেশ কুমার মিশ্রর কাছে ট্রেনিং নেওয়া শুরু করে প্রিয়াংশু। কিছুদিনের মধ্যেই নিজের জাত চেনায়। ছাত্রের ক্যারাটের প্রতি ইচ্ছা ও একাগ্রতা দেখে কেরলের গুরুকুলে ভাইজু ভারগিসের কাছে প্রশিক্ষণের জন্য প্রিয়াংশুকে পাঠান পরেশ কুমার মিশ্র। এদিকে ছেলেকে মানুষ করতে এবং একের পর এক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এই কৃতি কিশোরের পরিবারকে। তবুও ছেলের ইচ্ছেকে মর্যাদা দিয়ে নিজেদের শেষ সম্বল দিয়ে ছেলেকে এগিয়ে নিয়ে যেতে চান প্রিয়াংশুর বাবা-মা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু রাজ্য হস্তশিল্প মেলা! এবারের বিশেষ আকর্ষণ ডোকরার গয়না
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ক্যারাটেতে দশম শ্রেণির ছাত্রের সাফল্য তাক লাগিয়ে দেবে, তবে মূল প্রতিবন্ধকতা অর্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল