আলিপুরদুয়ার: দীর্ঘ প্রতিক্ষার অবসান। চা সুন্দরী প্রকল্পে পাকা ছাদের নতুন ঘর পেলেন আলিপুরদুয়ারের মুজনাই চা-বাগানের শ্রমিকরা।
চা শ্রমিকদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার অনুষ্ঠান উপলক্ষে বুধবার বিকেলে সেজে ওঠে মুজনাই চা বাগান। চা সুন্দরীর ঘরের চাবি তুলে দেওয়া হয় শ্রমিকদের হাতে। যা পেয়ে আনন্দে আবেগে ভেসে যান হতদরিদ্র শ্রমিকরা। আনন্দে মেতে ওঠে গোটা চা বাগান। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের ২৫৮ জন শ্রমিকের হাতে বুধবার বিকেলে চা সুন্দরী প্রকল্পের ঘরের চাবি তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: চোলাইয়ের ঠেক রক্ষা করতে এগিয়ে এল গ্রামবাসীরা! আবগারির অভিযান ঘিরে তুলকালাম কুলটিতে
সরকারের তৈরি করা নতুন ঘরের চাবি চা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান উপলক্ষে বুধবার মুজনাই চা-বাগানে যান আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। ২৫৮ জন শ্রমিকের হাতে চা সুন্দরী প্রকল্পে তৈরি ঘরের চাবি তুলে দেন। নতুন ঘর পেয়ে খুশি শ্রমিকরা। উল্লেখ্য গত ১৯ জানুয়ারি সুভাষিনি চা বাগান ময়দান থেকে চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাঁরা নতুন বাড়ির চাবি পাবেন। মঙ্গলবার জানা যায় চা সুন্দরী প্রকল্পের ঘরের চাবি পাবেন মুজনাই চা বাগানের শ্রমিকরা। তারপর থেকেই আনন্দ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। জেলাশাসক শ্রমিকদের গৃহপ্রবেশের সময় হাজির ছিলেন। তাঁদের ঘর ঘুরিয়ে দেখান। কথা বলেন সকলের সঙ্গে।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news, Tea Garden