West Bardhaman News: চোলাইয়ের ঠেক রক্ষা করতে এগিয়ে এল গ্রামবাসীরা! আবগারির অভিযান ঘিরে তুলকালাম কুলটিতে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
চোলাইয়ের ঠেকে আবগারি দফতর ও পুলিশের যৌথ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড কুলটিতে
পশ্চিম বর্ধমান: চোলাই মদের ঠেক ভাঙতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল আবগারি বিভাগের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। পশ্চিম বর্ধমানের কুলটির ঘটনা।
জেলা আবগারি দফতরের আধিকারিকরা কুলটির ৬০ ও ১০২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত তালিপাড়ায় অভিযান চালান। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। সেখানকার চোলাই মদের ঠেকে হানা দেয় আবগারি ও পুলিশের যৌথ বাহিনী। কয়েকদিন আগে এই তালিপাড়াতেই চোলাই মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন আবগারি কর্মীরা। অফিসারদের আক্রান্ত হতে হয়েছিল। খালি হাতে ফিরতে হয় তাদের। তাই মঙ্গলবার বিশাল পুলিশবাহিনী নিয়ে ফের তালিপাড়ায় অভিযান চালায় আবগারি দফতর। কিন্তু আবারও বাধার মুখে পড়ে তারা।
advertisement
আরও পড়ুন: ছুটে এসে ডাম্পারের পিছনে ধাক্কা মারল বাইক! গাড়িতে ছিল একই পরিবারের তিনজন, তাদের যা হল...
advertisement
গ্রামবাসীদের বাধার মুখে পড়ে আবগারি অফিসার ও পুলিশকর্মীরা ব্যাপক লাঠিচার্জ করেন। এক্সাইজ ডিপার্টমেন্টের জয়েন্ট কমিশনারের নেতৃত্বে ১২ থেকে ১৪ গাড়ি ফোর্স এসে বেআইনি মদের ঠেকে হানা দেয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ও আবগারি কর্তাদের লাঠিচার্জে গ্রামের মহিলারাও আক্রান্ত হন। যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছেন আবগারি দফতরের সুপার।
advertisement
সুরজিৎ সরকার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 1:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: চোলাইয়ের ঠেক রক্ষা করতে এগিয়ে এল গ্রামবাসীরা! আবগারির অভিযান ঘিরে তুলকালাম কুলটিতে

 
              