কোচবিহার: বুধবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মাথাভাঙা। মধ্যরাতে মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর পঞ্চায়েতের মাদ্রাসা চৌপথী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক চালকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাদ্রাসা চৌপথী এলাকায় একটি ডাম্পার দাঁড়িয়েছিল। ওই বাইকটি দ্রুতগতিতে আসছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক রামকৃষ্ণ বর্মনের। ওই বাইকের পিছনে আরও দু'জন বসে ছিলেন। এই দুর্ঘটনায় তাঁরা গুরুতরভাবে জখম হয়েছেন।
বাইক দুর্ঘটনায় দুই জখম আরোহীর নাম স্বপন বর্মন ও সুশান্ত বর্মন। তাঁদের উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ও আহতরা একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি মাথাভাঙা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে।
আরও পড়ুন: ভোরবেলায় ছুটে এল ট্রাক, তারপর প্রতিবন্ধীদের সঙ্গে যা হল...
দূর্ঘটনাগ্রস্থদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে ওই তিনজন বাইকে করে একজায়গায় গিয়েছিল। রাতেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সারারাত বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে মাথাভাঙা থানা থেকে খবর আসে দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, বাকি দু'জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
সার্থক পণ্ডিত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।