বাড়ির কাউকে না জানিয়েই খুড়িগাছি এলাকার আমবাগান এলাকায় একটি পুকুরে স্নান করতে নামে সুরজিত ৷ সে সাঁতার জানত না বলেই পরিবার সুত্রে জানা গিয়েছে ৷ বন্ধুদের সাথে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সুরজিত ৷ খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে ৷ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৄত্যু হয় তার ৷
advertisement
আরও পড়ুন: শুঁটকি মাছ দেখলেই নাক ঢাকেন? এই মাছ খেলেই দূর হবে জটিল রোগ! জানলে অবাক হবেন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ ৷ এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ পরিবারের একমাত্র সন্তান সুরজিত ৷ তার এই অকাল মৄত্যুতে এলাকায় শোকের ছায়া ৷
অর্পন মন্ডল