TRENDING:

Kojagari Lakshmi Puja: বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন? শুনলে চমকে যাবেন

Last Updated:

এখন প্যাকেটবন্দি নারকেল নাড়ুর চাহিদা তুঙ্গে উঠেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর, সুমন সাহা: সবেমাত্র শেষ হয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গা পুজোর শেষ হতে না হতে। আবারও বাঙালি মাতবে কোজাগরি লক্ষ্মী পুজোতে। আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর করা হয়। বাঙালির লক্ষ্মী পুজোর সঙ্গে নাড়ুর একটি ঐতিহ্য জড়িত রয়েছে। এক সময় মা-ঠাকুমারা নিজের হাতে বানাতেন এই পদ। কিন্তু, সময় বদলেছে। এখন রমণীরা অফিস ও বাড়ি এক সঙ্গে সামলে চলেছেন।
advertisement

সে কারণে বাড়িতে নাড়ু বানানোর সময় নেই। এখন সকলেরই ভরসা মিষ্টির দোকানের উপরেই। মূলত দশ পিস নারকেল নাড়ু যার দাম রাখা হয়েছে, ৪০ টাকা এবং ওজনে থাকে ১০০ গ্রাম। শুধু নারকেল নাড়ু না সঙ্গে তিলের নাড়ু, আনন্দ নাড়ু আরও বিভিন্ন ধরনের নাড়ু মিলছে। সবারই দাম রাখা হয়েছে ১০০ গ্রাম চল্লিশ টাকা। নারকেল কুরিয়ে, আঁচে চড়িয়ে, গোল্লা পাকিয়ে নাড়ু তৈরির ঝক্কিও কম নয়। কিন্তু চিনি বা গুড় দিয়ে তৈরি নারকেলের নাড়ু ছাড়া বাঙালির লক্ষ্মীপুজো হয় নাকি। তায় এখন প্যাকেটবন্দি নারকেল নাড়ুর চাহিদা তুঙ্গে উঠেছে। প্যাকেট করা নারকেলের নাড়ু বাজারে দেদার বিক্রি হচ্ছে।

advertisement

আরও পড়ুন: নতুন বিপদ! তীব্র বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘শক্তি’, ভারতের কোন কোন রাজ‍্যে পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব? বঙ্গে কী হবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন: ৫০০ বছর পর হঠাত্‍ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপোর টাকা, আসল ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এখন আর সেভাবে আর কেউ বাড়িতে নাড়ু বানাতে চান না। সময়ও নেই। সে জন্যই নাড়ু তৈরি করে প্যাকেটে ভরে সেই নাড়ুই বিক্রি হচ্ছে বিভিন্ন দোকান। এ প্রসঙ্গে এক ব্যবসায়ী বলেন বাজারে নাড়ুর চাহিদার জোগান দিতে দুর্গাপুজোর সময় থেকেই নাড়ু তৈরি করে প্যাকেটবন্দি করে বেখেছেন। আমাদের এলাকার বিভিন্ন মহিলাদের ডেলি রোজের পয়সা দিয়ে নাড়ু তৈরি করা হচ্ছে। আর সেই নাড়ুই আমরা এলাকার বিভিন্ন দোকানে দোকানে খুচরো ও পাইকারি ভাবে বিক্রি করি। এখান থেকে নাড়ু চলে যায় কলকাতার বিভিন্ন বাজারে। আর এভাবেই তৈরি হচ্ছে নারকেল নাড়ু, তিলের নাড়ু, লাড্ডু আরও বিভিন্ন ধরনের থাকলে প্রসাদ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kojagari Lakshmi Puja: বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন? শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল