Treasure Ship: ৫০০ বছর পর হঠাত্ মিলল ‘ভুতুড়ে জাহাজ’! বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল সোনা-রূপোর টাকা, আসল ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
500 Year Old Treasure Ship Found: হিরের খনি খুঁড়তে গিয়ে হঠাৎ কাঠ এবং ধাতুর অবশিষ্টাংশ দেখা গেল। তদন্তের পর জানা গেল যে এ কোনও সাধারণ কাঠ কিংবা ধাতু নয়। ৫০০ বছর আগে হারানো সেই জাহাজের অংশ। ৫০০ বছর ধরে যার খোঁজ চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সংবাদমাধ‍্যমে প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী, খননের পর বোম জিসাসের ধ্বংসাবশেষ থেকে প্রায় ২,০০০ সোনার মুদ্রা, হাতির দাঁত, তামার ইট, রূপা এবং নৌবহন আরও একাধিক মূল‍্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সামগ্রীগুলি পর্তুগাল থেকে আফ্রিকা এবং ভারত পর্যন্ত সেকালের বাণিজ‍্যিক পথকেও নির্দেশ করে।
advertisement
advertisement
ইতিহাসবিদদের মতে, তার কৃতিত্ব প্রাপ‍্য নামিব মরুভূমির। এত দীর্ঘ সময় পরেও মুদ্রা এবং সামগ্রী নিরাপদ থাকা একটি আশ্চর্য ঘটনা। কিন্ত মরুভূমির বালি এবং শুকনো জলবায়ু এটিকে প্রাকৃতিকভাবে সংরক্ষিত করেছে। সামুদ্রিক পুরাতত্ত্ববিদ ডিটার নোলির মতে, এই জাহাজ ইউরোপের বিখ্যাত ফুগার ব্যাঙ্কিং বংশের জন্য সামগ্রী নিয়ে যাচ্ছিল।
advertisement