Cyclone Shakti: নতুন বিপদ! তীব্র বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘শক্তি’, ভারতের কোন কোন রাজ্যে পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব? বঙ্গে কী হবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Cyclone Shakti: উত্তর-পূর্ব আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি শনিবারেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। উত্তর-পূর্ব আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি শনিবারেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দেশের এই বছরের প্রথম ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। দেশের কোন কোন রাজ‍্যে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাব? জানিয়ে দিল আবহাওয়া দফতর।
advertisement
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা ৪ অক্টোবর শনিবারেই। ৪ থেকে ৭ অক্টোবরের মধ্যে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি। উত্তর মহারাষ্ট্রের উপকূলে ৪৫-৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে ৬৫ কিমি প্রতি ঘণ্টা বেগেও হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
ঝড় প্রায় ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছিল। IMD এর অনুমান যে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে পারে এবং খুব তীব্র বৃষ্টি হতে পারে। আজ এটি গুরুতর চক্রবাতী ঝড়ে পরিণত হয়েছে এবং ৫ অক্টোবর পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে মধ্য আরব সাগরের দিকে এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
advertisement
এই ঝড় ভারতে তীব্র আঘাত হানবে না বলেই বিশ্বাস আবহাওয়াবিদদের। গুজরাত এবং মহারাষ্ট্রেই এর মূল প্রভাব দেখা যেতে পারে। মহারাষ্ট্র এবং গুজরাতের সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের দূরে থাকার সতর্কতা থাকার নির্দেশ। ৫ অক্টোবর পর্যন্ত গুজরাত-উত্তর মহারাষ্ট্র এবং পাকিস্তানের উপকূল এবং তার আশপাশে তীব্র ঢেউ উঠতে পারে। ভারী বৃষ্টিও হতে পারে।
advertisement