আবার শুরু অপেক্ষা! উমা বিদায় পর্বে নিরাপত্তায় সজাগ দৃষ্টি, মহেশতলায় প্রতিমা নিরঞ্জনে নজিরবিহীন ব্যবস্থা

Last Updated:

Idol Immersion : আবার নতুন করে শুরু অপেক্ষা। বৃষ্টির মধ্যে চোখের জলে বিদায় উমাকে। পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে মহেশতলায় প্রতিমা নিরঞ্জন। গঙ্গাদূষণ রুখতে বিশেষ ব্যবস্থা।

+
চলছে

চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ

মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে মহেশতলায় হুগলি নদীতে রাতেই চলল বিসর্জন। মহেশতলা থানা ও থানা উৎসব সমন্বয় সমিতির পরিচালনায় এই কাজ করা হয়েছে। ছিল রিভার ট্রাফিকিং ব্যবস্থাও। সমন্বয় কমিটি সূত্রে খবর, মহেশতলার বাটা ঘাটে ১৫ টি, নুঙ্গি ঘাটে ১০ টি এছাড়াও পালপাড়া ঘাট, আখড়া ঘাট, ভীম ঘাট, সরশুনা পার্ক ঘাট, ব্যানার্জিহাট ঘাট ও শুকুন্তলা ঘাট মিলিয়ে মোট ৮০ টি প্রতিমার বিসর্জন করা হয়েছে।
বারোয়ারি পুজোর সঙ্গে বেশ কিছু বাড়ির প্রতিমা বিসর্জন করা হয়েছে। এবছর গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে একটি নির্দিষ্ট স্থানে ফুল, বেলপাতা, চাঁদমালা, ঘট সহ অন্যান্য জিনিসপত্র ফেলার ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে জৈব ও অজৈব উপকরণ আলাদা করে মহেশতলা পৌরসভা নিয়ে যাবে। এরপর সেগুলি প্রক্রিয়াকরণ করা হবে। বিসর্জনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক ছিল পুলিশ। ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
advertisement
এ নিয়ে উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে সুদীপ রায় জানিয়েছেন, আনন্দের দিনগুলি কেটে বিষাদের সময় উপস্থিত হয়েছে। সব থেকে বেশি দু:খের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড পুজোর সময় করা হয়, তা আর হবেনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটু অসুবিধার কারণ ছিল বৃষ্টি। তবে থানা ও সমন্বয় কমিটির উদ্যোগে নির্বিঘ্নে সমস্ত কাজ সেরে ফেলা হয়েছে। যার ফলে এবছরের মত একটি বড় কাজ শেষ করা গিয়েছে। পরের বছর আবার এই কাজ করা হবে বলে জানিয়েছেন সমন্বয় কমিটির সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবার শুরু অপেক্ষা! উমা বিদায় পর্বে নিরাপত্তায় সজাগ দৃষ্টি, মহেশতলায় প্রতিমা নিরঞ্জনে নজিরবিহীন ব্যবস্থা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement