দশমীর সন্ধ্যায় দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন 'ওঁরা', আচমকা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গাড়ি! মুহূর্তে শেষ ৪ তরতাজা প্রাণ

Last Updated:

জোড়ালও শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে।

জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ৪
জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ৪
জলপাইগুড়ি, সুরজিৎ দে: দশমীর আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এল ধূপগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ির দুই নং ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন, গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়, পরে মৃত্যু হয় আরও একজনের।
স্থানীয় সূত্রে খবর, এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন মানুষ আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দোকানের সামনে বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে গাড়িটি পিষে দেয়।
advertisement
advertisement
জোড়ালও শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে। পরে পুলিশ ও দমকল কর্মীরা মিলে দ্রুত আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃত্যু হয় আরও একজনের। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রত্যেকেই ধূপগুড়ি শহরের ১৫ ও ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন, সন্তোষ রায় (৪৫), সুনীল কুমার বিশ্বাস (৬৭), ডোকসা রায় (৪০) ও শম্ভুনাথ রায়। আহতদের চিকিৎসা চললেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দশমীর সন্ধ্যায় দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন 'ওঁরা', আচমকা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গাড়ি! মুহূর্তে শেষ ৪ তরতাজা প্রাণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement