Hilsa: জারি হল বড় নিষেধাজ্ঞা! পাতে পড়বে না ইলিশ? বাজারে ফের হবে আকাল? কেন জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
হঠাৎ করে বন্ধ হয়ে গেল ইলিশ ধরা। ২ রা অক্টোবর থেকে ১২ ই অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও ইলিশ মাছের প্রজননের যথাযথ পরিবেশ রক্ষার্থে এই কাজ করা হয়েছে।
advertisement
1/6

<strong>কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> হঠাৎ করে বন্ধ হয়ে গেল ইলিশ ধরা। ২ রা অক্টোবর থেকে ১২ ই অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও ইলিশ মাছের প্রজননের যথাযথ পরিবেশ রক্ষার্থে এই কাজ করা হয়েছে। ছবি ও তথ্য : নবাব মল্লিক
advertisement
2/6
এই ঘটনায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মৎস্যজীবী মহলে। পুজোর পর আর মেরে কেটে একমাস ইলিশ ধরতে যেতে পারবে মৎস্যজীবীরা। তার মধ্যেই এই নির্দেশিকা এসেছে বলেছে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। এই তথ্য নিশ্চিত করেছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার।
advertisement
3/6
নির্দেশিকায় বলা হয়েছে, ১১ দিন মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার নির্দেশিকা লাগু হয়েছে। এমতবস্থায় কেউ যেন মৎস্য আহরণ করতে না যায়। পশ্চিমবঙ্গ সরকার সামুদ্রিক মৎস্য শিকার নিয়ন্ত্রণ আইন ও নিয়মাবলী ১৯৯৩, ১৯৯৫ মোতাবেক এটি আইনত দণ্ডনীয় অপরাধ। নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
4/6
এদিকে আবহাওয়া খারাপের সতর্কতা রয়েছে তার উপর। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কর্মীরা আবহাওয়া খারাপের জন্য মাইকিং করেছেন। নামখানা থানার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের।
advertisement
5/6
ফলে দু'য়ের মধ্যে পড়ে মৎস্যজীবীরা একেবারেই এই কয়েকদিন মাছ ধরতে যেতে পারবেন না। এমনিতেই এইবছর মাছ সেভাবে জালে আসেনি। তার উপর মরশুমের শেষের দিকে আরও খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে।
advertisement
6/6
তবে দীর্ঘ ১১ দিন মাছ ধরা বন্ধ থাকলে ইলিশ কিছুটা বড় হবে। ফলে ১১ দিন পর ইলিশের দেখা মিলতে পারে। এবছর মরশুমের শেষ দিকে হয়ত কিছুটা ইলিশ উঠতে পারে এখন এই আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা। ছবি ও তথ্য : নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsa: জারি হল বড় নিষেধাজ্ঞা! পাতে পড়বে না ইলিশ? বাজারে ফের হবে আকাল? কেন জানেন?