পাঁচ ঘণ্টা ধরে চলল আলোর খেলা, ৮৩ বছরের ঐতিহ্যে জমে উঠল বিদায়পর্ব! এবারের খরচ শুনলে মাথা ঘুরে যাবে
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Crackers Display : মায়ের বিদায়বেলায় আলোর ঝলক। আতশবাজির প্রদর্শনীতে মেতে উঠল আট থেকে আশি। খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। প্রদর্শনী চলছে ৮৩ বছর ধরে।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কাশীনগরে ঘন্টা পাঁচেকের আতসবাজির প্রদশর্নীতে মেতে উঠল আট থেকে আশি সকলেই। প্রতিবছর এখানে আতসবাজির প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন। এবছর সন্ধ্যা ৭ টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় রাত ১১ টায়। উদ্যোক্তাদের দাবি এবছর আতসবাজির প্রদর্শনী দেখতে রেকর্ড সংখ্যক মানুষজন সেখানে এসেছিলেন।
রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত্যক্ষ করতে তাঁরা সেখানে এসেছিলেন। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা, ফুলবাহার সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে। এই আতসবাজির প্রদর্শনী ঘিরে মানুষের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। কাশীনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান করতে খরচ পড়ে প্রায় ৫ লক্ষ টাকা।
advertisement
advertisement
আতসবাজি থেকে যাতে কোনওরকম দুর্ঘটনা না হয় সেজন্য নিরাপদ দূরত্বে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল পর্যাপ্ত জলের ব্যবস্থা। যে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছিল কড়া নিরপত্তার ব্যবস্থা। এ নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সতীনাথ সানতাঁরা বলেন প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই আতসবাজির প্রদর্শনীতে কোনও শব্দ বাজি ব্যবহার করা হয়না। ফলে আট থেকে আশি সকলেই এই আতসবাজির প্রদর্শনী দেখতে আসেন। এবছর এই নিয়ে আতসবাজির প্রদর্শনী পা দিল ৮৩ বছরে। যা নিয়ে সাধারণ মানুষজন খুবই খুশি। আগামী বছরগুলিতে আরও বড় করে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 04, 2025 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাঁচ ঘণ্টা ধরে চলল আলোর খেলা, ৮৩ বছরের ঐতিহ্যে জমে উঠল বিদায়পর্ব! এবারের খরচ শুনলে মাথা ঘুরে যাবে






