TRENDING:

পাঁচ ঘণ্টা ধরে চলল আলোর খেলা, ৮৩ বছরের ঐতিহ্যে জমে উঠল বিদায়পর্ব! এবারের খরচ শুনলে মাথা ঘুরে যাবে

Last Updated:

Crackers Display : মায়ের বিদায়বেলায় আলোর ঝলক। আতশবাজির প্রদর্শনীতে মেতে উঠল আট থেকে আশি। খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। প্রদর্শনী চলছে ৮৩ বছর ধরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কাশীনগরে ঘন্টা পাঁচেকের আতসবাজির প্রদশর্নীতে মেতে উঠল আট থেকে আশি সকলেই। প্রতিবছর এখানে আতসবাজির প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন। এবছর সন্ধ্যা ৭ টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় রাত ১১ টায়। উদ্যোক্তাদের দাবি এবছর আতসবাজির প্রদর্শনী দেখতে রেকর্ড সংখ্যক মানুষজন সেখানে এসেছিলেন।
advertisement

রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত‍্যক্ষ করতে তাঁরা সেখানে এসেছিলেন। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা, ফুলবাহার সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে। এই আতসবাজির প্রদর্শনী ঘিরে মানুষের মধ‍্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। কাশীনগর বাজার ব‍্যবসায়ী সমিতির উদ‍্যোগে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান করতে খরচ পড়ে প্রায় ৫ লক্ষ টাকা।

advertisement

আরও পড়ুন : বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?

আতসবাজি থেকে যাতে কোনওরকম দুর্ঘটনা না হয় সেজন‍্য নিরাপদ দূরত্বে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল পর্যাপ্ত জলের ব‍্যবস্থা। যে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছিল কড়া নিরপত্তার ব‍্যবস্থা। এ নিয়ে ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে সতীনাথ সানতাঁরা বলেন প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র কয়েক ঘন্টায় খরচ ৫ লক্ষ টাকা! আতসবাজির ভেলকি দেখতে রেকর্ড ভিড়
আরও দেখুন

এই আতসবাজির প্রদর্শনীতে কোনও শব্দ বাজি ব‍্যবহার করা হয়না। ফলে আট থেকে আশি সকলেই এই আতসবাজির প্রদর্শনী দেখতে আসেন। এবছর এই নিয়ে আতসবাজির প্রদর্শনী পা দিল ৮৩ বছরে। যা নিয়ে সাধারণ মানুষজন খুবই খুশি। আগামী বছরগুলিতে আরও বড় করে এই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাঁচ ঘণ্টা ধরে চলল আলোর খেলা, ৮৩ বছরের ঐতিহ্যে জমে উঠল বিদায়পর্ব! এবারের খরচ শুনলে মাথা ঘুরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল