নুর হোসেনের বাড়ি পরিদর্শনের পর পরিবারের সকলকে কাপড়, থালা সঙ্গে ১০ হাজার টাকার চেক তুলে দেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে এই ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাওয়ায় খুশি ওই পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। স্থানীয় বাসিন্দারা আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে, আগুন নেভানোর কাজে হাত লাগালেও তাঁরা ব্যর্থ হয়।
advertisement
আরও পড়ুন: দিন কাটছে জেলে, তবু কত মানুষের মুখে হাসি ফোটালেন অনুব্রত! উপচে পড়ছে প্রশংসা, কী ঘটল জানেন?
আরও পড়ুন: পাড়ার মধ্যে হিসহিস আওয়াজ, শেষমেশ যে 'দানবের' খোঁজ মিলল, ভয়ে ঘুম আসছে না কারও
এরপর এই খবর যায় সাগর থানায়। সেখান থেকে খবর যায় দমকলে। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় ঘরটির পঁচনাব্বই শতাংশ অংশ পুড়ে যায় বলে খবর। আগুন লাগার ফলে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় পরিবারটি। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর সঙ্গে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন বলেন খবর।
নবাব মল্লিক