Anubrata Mondal News: দিন কাটছে জেলে, তবু কত মানুষের মুখে হাসি ফোটালেন অনুব্রত! উপচে পড়ছে প্রশংসা, কী ঘটল জানেন?
- Published by:Raima Chakraborty
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Anubrata Mondal: মে দিবসের আগেই সুখবর পেলেন পাঁচরার কটন মিলের শ্রমিকরা৷
বীরভূম: শ্রমিক দিবসের আগেই সুখবর পেলেন তাঁরা। মিলল সরকারি স্বীকৃতি। খুশি পাঁচরার কটন মিলের শ্রমিকরা৷ মিল সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ পে কমিশনের হারে বেতন পাবে বলে সরকারি তরফে মিলের কর্মীদের জানানো হয়েছে। ডিএ-র দাবিতে রাজ্য সরকারকে যখন হেনস্থার উদ্যোগ নিয়েছে সরকারি কর্মীরা, তখনই সরকারী কর্মীর স্বীকৃতি পেলেন ওই মিলের কর্মীরা।
তাঁরা জানান, রাজ্য সরকারের অধীনে কল্যাণী, রায়গঞ্জ ও ময়ূরাক্ষী কটন মিল ছিল। কর্মীদের অভিযোগ, কল্যাণী ও রায়গঞ্জের কর্মীরা সরকারি কর্মীর স্বীকৃতি ও পে কমিশনের আওতায় এলেও ময়ূরাক্ষী কটন মিল রুগ্ন শিল্প হিসাবে বঞ্চিত ছিল। কর্মীরা জানান, বামফ্রন্ট আমলে সিটুর পতাকা নিয়ে তাঁরা তৎকালীন রাইটার্সে আন্দোলনে যান।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়
এমনকী রাজ্য সরকারের বদলের পরে নবান্ন, শিল্প সদন, বিকাশ ভবন সর্বত্র দরবার করেন কর্মীরা। কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর অনুব্রত মণ্ডল এসে প্রথমে আশ্বাস দেন। তিনিও প্রথম উদ্যোগ নেন। আজকে তাঁর জন্যই কর্মীরা ষষ্ঠ পে কমিশনের হারে বেতন পাবেন। আনন্দে কর্মীরা সবুজ আবীরে শনিবার গেটের সামনে উচ্ছ্বাস দেখায়।
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 7:55 PM IST
