সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর রেল স্টেশনে সারাদিন কড়া নজরদারি চালাতে থাকে। অবশেষে রাত এগারোটা নাগাদ ডাউন নামখানা লোকাল থেকে অপহৃত নাবালিকাকে নিয়ে অভিযুক্ত মহিলা নামতেই ধরে ফেলে কর্তব্যরত পুলিশ। এরপর জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি অভিযুক্ত মহিলাকে জেরা করে জানতে পারেন নাবালিকার বাড়ি কাশ্মীরে। সঙ্গে সঙ্গে কাশ্মীর পুলিশকে খবর দেন, জয়নগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে সাতটি বাড়িতে ঘটল এক ঘটনা! ঘুম উড়েছে! ভয়াবহ
আরও পড়ুন:
খবর পেয়ে কাশ্মীর থেকে কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে পৌঁছায় জয়নগর থানাতে।এরপর শুক্রবার উদ্ধার হওয়া নাবালিকা ও অভিযুক্ত মহিলাকে কাশ্মীর পুলিশের হাতে তুলে দেয় জয়নগর থানার পুলিশ।তবে কি কারণে ওই অভিযুক্ত মহিলা কাশ্মীর থেকে ওই নাবালিকাকে জয়নগরে নিয়ে চলে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে কাশ্মীর পুলিশের তদন্তকারী বিশেষ দল। তদন্তের স্বার্থে অভিযুক্ত মহিলাকে কাশ্মীর নিয়ে যেতে চাই কাশ্মীর পুলিশের ওই তদন্তকারী দল।
সুমন সাহা