জানা যাচ্ছে, অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কে বা কারা এভাবে যুবককে খুন করে রাস্তার উপর ফেলে দিয়ে গেল সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
advertisement
একাদশীর দিন সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর অঞ্চলের ৬০ কলোনী এলাকায় কাঠের ব্রিজের কাছে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। যুবকের দেহের পাশে পড়ে ছিল মদের বোতল। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে মদের গ্লাস। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক প্রত্যক্ষদর্শী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারুইপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদের আসরে যুবকের নলি কেটে খুন করা হয়েছে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কে বা কারা কী কারণে এইভাবে ওই যুবককে খুন করে রাস্তার উপর ফেলে রেখে গেল সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তায় সন্ধ্যা হলেই মদের আসর বসে। সেই মদের আসরেই বাকবিতণ্ডা থেকে খুন বলে তাঁদের ধারণা। পুলিশি তদন্তে এখন কী উঠে আসে সেটাই দেখার।