North 24 Parganas News: রাতের অন্ধকারে সাতটি বাড়িতে ঘটল এক ঘটনা! ঘুম উড়েছে! ভয়াবহ

Last Updated:

North 24 Parganas News: ভয়ে রাতে ঘুমোতে পারছেন না মানুষ! জানলে আতঙ্ক হবে

আলমারি ভেঙ্গে চুরি
আলমারি ভেঙ্গে চুরি
উত্তর ২৪ পরগনা: প্রথমে সাতটি বাড়িতে ও তারপর একই এলাকায় তিনটি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা সামনে আসতেই আতঙ্কিত গোটা এলাকা। পরপর এভাবেই চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। পরপর সাতটি বাড়িতে ও তারপর ওই একই এলাকায় তিনটি বাড়িতে এদিন ঘটে চুরির ঘটনা। কয়েক দিন ধরে ঘটে চলা এই চুরির ঘটনায় পুলিশি প্রহরার মধ্যে কিভাবে আবারও ঘটলো এই কাণ্ড বুঝে উঠতে পারছেন না কেউই।
জানা গিয়েছে, গোপাল নগর থানার মহৎপুর মাছডোবা গ্রামে আতঙ্ককে সঙ্গী করেই এখন দিন কাটছে বিস্তীর্ণ এলাকার মানুষের। পুলিশি প্রহরা থাকলেও তার মাঝখান থেকে ঘটছে চুরির ঘটনা। সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এমনকি গায়ে দেওয়ার কম্বল পর্যন্ত ছাড়ছে না তারা। চুরি যাওয়া বাড়ির বাসিন্দা একরামুল জানান, নাকে গ্যাস জাতীয় কিছু দেওয়া হয়েছিল যার ফলে তিনি ঘুম থেকে উঠতেই পারেননি৷ গ্রামের একরামুল মন্ডলের বাড়ি থেকে নগদ টাকা সোনা দানা সহ প্রায় তিন লক্ষ টাকার জিনিস নিয়ে গেছেন দুষ্কৃতীরা বলেও জানান তিনি। স্থানীয় সাজেদা বিবির বাড়ি থেকেও টাকা পয়সা, জামা কাপড় এমনকি গায়ে দেওয়ার কম্বল অব্দি নিয়ে গিয়েছে চোরেরা।
advertisement
আরও পড়ুন:
advertisement
জহিরউদ্দিন মন্ডলের বাড়িতে তালা ভেঙে ঢুকলেও কিছু নিতে পারেনি বলে জানা গিয়েছে। মাছডোবা গ্রামে গফর শেখ এর বাড়ি থেকে সোনাদানা নগদ টাকা-পয়সা সব নিয়ে গিয়েছেন বলে রীতিমতো ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কয়েকদিন ধরে চলা চোরের উপদ্রবে পুলিশ পাহারা রয়েছে, গ্রামের লোকজন মিটিং করেও পাহারা দিচ্ছে। তার মধ্যে থেকে কিভাবে চোর চুরি করে যাচ্ছে তারা বুঝে পাচ্ছেন না বলে জানান। পুলিশ চোরদের গ্রেফতার না করে ভালো মানুষদের ধরে নিয়ে গিয়ে অত্যাচার করছে অভিযোগ বাসিন্দাদের৷ প্রকৃত চোর ধরা না পড়লে এখন আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটাতে হবে বিস্তীর্ণ এলাকার মানুষদের। সর্বস্ব আগলাতে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাতের অন্ধকারে সাতটি বাড়িতে ঘটল এক ঘটনা! ঘুম উড়েছে! ভয়াবহ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement