সেই সকল জিনিসপত্র বাজার মূল্য তুলনায় কিছুটা হলেও কম দামে বিক্রি করে দিয়ে যান তাঁরা। সেই জিনিসপত্র কেনার জন্য সাগরদ্বীপের মানুষরা গঙ্গাসাগরের এই ভাঙা মেলাতেই এসে ভিড় জমান। গঙ্গাসাগর মেলার পর গঙ্গাসাগর ভাঙা মেলাতেও উপছে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
গঙ্গাসাগর মেলার পর এই ভাঙা মেলা চলবে আরও একটা সপ্তাহ। ভাঙা মেলাতে ভিড় জমিয়েছেন সাগরদ্বীপের বাসিন্দারা। বিক্রেতারা নিজেদের জিনিসপত্র সাজিয়ে বসেছেন। গঙ্গাসাগর মেলার এই ভাঙা মেলাতেও উপছে পড়া ভিড় দেখা গিয়েছে। ভিড় এড়িয়ে সাগরদ্বীপের মানুষরা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই ভাঙা মেলার উপরেই বেশি ভরসা করেন।
advertisement
আরও পড়ুন, প্রথমে টোটোয় ধাক্কা, রাস্তায় ছিটকে পড়তেই হাওড়ায় মহিলাকে পিষে দিল গাড়ি!
আরও পড়ুন, মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক! ২৪০ জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে অবতরণ
ভিন্ন রাজ্য থেকে যে সকল ব্যবসায়ীরা সাগরমেলায় এসে নিজেদের ব্যবসা করেন, তাঁরা আর সেই সব জিনিস নিয়ে ফিরে যান না। তাই অনেক কম দামে সেই সব জিনিস বিক্রি করে দেন তাঁরা। আর এই ভাঙা মেলায় এখন প্রবল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখানকার বাসিন্দাদের কাছে।
সুমন সাহা





