Bomb threat in Moscow-Goa plane: মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক! ২৪০ জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে জরুরি অবতরণ

Last Updated:
আজুর এয়ারের বিমানে বোমাতঙ্ক। Photo-Reuters
আজুর এয়ারের বিমানে বোমাতঙ্ক। Photo-Reuters
ভাস্কো: মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক। ২৪০ জন যাত্রী নিয়ে এ দিন মস্কো থেকে গোয়াগামী একটি বিমানকে বোমাতঙ্কের জেরে উজবেকিস্তানে জরুরি অবতরণ করাতে হয়েছে বলে খবর।
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, এই চার্টার্ড বিমানটির আজ ভোর ৪.১৫ মিনিটে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল৷ আজুর এয়ার সংস্থার এই বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷
advertisement
advertisement
এক পুলিশ কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের অফিসে একটি ই মেল আসে৷ সেই ই মেলে দাবি করা হয়, মস্কো থেকে গোয়াগামী ওই চার্টার্ড বিমানটিতে বোমা রাখা রয়েছে৷ এর পরেই ভারতীয় আকাশসীমায় প্রবেশের আগে জরুরি ভিত্তিতে বিমানটির মুখ ঘুরিয়ে দেওয়া হয়৷ উজবেকিস্তানের একটি বিমানবন্দরে সেটি অবতরণ করে৷'
advertisement
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আজুর সংস্থার ওই বিমানটি রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াতে আসছিল৷ বিমানটিতে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন৷ যাত্রীদের মধ্যে দু'টি শিশুও রয়েছে। এ ছাড়াও সাত জন বিমানকর্মী রয়েছেন বিমানটিতে।
advertisement
এই হুমকি ই মেল এসে পৌঁছনোর পর গোয়ার ডাবোলিম বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। ভাস্কো-র ডেপুটি সুপারিন্টেডেন্ট অফ পুলিশ সেলিম শেখ পিটিআই-কে জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাবোলিম বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়৷ তৈরি রাখা হয় ক্যুইক রেসপন্স টিম, জঙ্গি মোকাবিলা বাহিনী এবং ডগ স্কোয়াডকে৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়৷
advertisement
মস্কো থেকে গোয়াগামী বিমানে গত দু' সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বোমাতঙ্কের ঘটনা ঘটল। কিছুদিন আগেই এই আজুর সংস্থার একটি মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। দু' সপ্তাহ আগে সেই বোমাতঙ্কের জেরে আজুর এয়ারলাইন্সের একটি বিমান গুজরাতের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল৷ যদিও বিমানে তল্লাশি চালিয়েও কিছুই পায়নি এনএসজি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bomb threat in Moscow-Goa plane: মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক! ২৪০ জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে জরুরি অবতরণ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement