Bomb threat in Moscow-Goa plane: মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক! ২৪০ জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে জরুরি অবতরণ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ভাস্কো: মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক। ২৪০ জন যাত্রী নিয়ে এ দিন মস্কো থেকে গোয়াগামী একটি বিমানকে বোমাতঙ্কের জেরে উজবেকিস্তানে জরুরি অবতরণ করাতে হয়েছে বলে খবর।
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, এই চার্টার্ড বিমানটির আজ ভোর ৪.১৫ মিনিটে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল৷ আজুর এয়ার সংস্থার এই বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷
আরও পড়ুন: এই প্রথম! জমাট শীতে টি-শার্ট ছেড়ে জ্যাকেটে মন, বরফ-বৃষ্টিতে ভিজে কাশ্মীরের রাস্তায় হাঁটলেন রাহুল
advertisement
advertisement
এক পুলিশ কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ডাবোলিম বিমানবন্দরের ডিরেক্টরের অফিসে একটি ই মেল আসে৷ সেই ই মেলে দাবি করা হয়, মস্কো থেকে গোয়াগামী ওই চার্টার্ড বিমানটিতে বোমা রাখা রয়েছে৷ এর পরেই ভারতীয় আকাশসীমায় প্রবেশের আগে জরুরি ভিত্তিতে বিমানটির মুখ ঘুরিয়ে দেওয়া হয়৷ উজবেকিস্তানের একটি বিমানবন্দরে সেটি অবতরণ করে৷'
advertisement
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আজুর সংস্থার ওই বিমানটি রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াতে আসছিল৷ বিমানটিতে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন৷ যাত্রীদের মধ্যে দু'টি শিশুও রয়েছে। এ ছাড়াও সাত জন বিমানকর্মী রয়েছেন বিমানটিতে।
আরও পড়ুন: বিমানের সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় বড় শাস্তির ঘোষণা, ৩০ লক্ষ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার
advertisement
এই হুমকি ই মেল এসে পৌঁছনোর পর গোয়ার ডাবোলিম বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। ভাস্কো-র ডেপুটি সুপারিন্টেডেন্ট অফ পুলিশ সেলিম শেখ পিটিআই-কে জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাবোলিম বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়৷ তৈরি রাখা হয় ক্যুইক রেসপন্স টিম, জঙ্গি মোকাবিলা বাহিনী এবং ডগ স্কোয়াডকে৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়৷
advertisement
মস্কো থেকে গোয়াগামী বিমানে গত দু' সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বোমাতঙ্কের ঘটনা ঘটল। কিছুদিন আগেই এই আজুর সংস্থার একটি মস্কো থেকে গোয়াগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। দু' সপ্তাহ আগে সেই বোমাতঙ্কের জেরে আজুর এয়ারলাইন্সের একটি বিমান গুজরাতের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল৷ যদিও বিমানে তল্লাশি চালিয়েও কিছুই পায়নি এনএসজি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
January 21, 2023 1:23 PM IST